সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১

আকাশ প্রতিরক্ষায় নতুন অস্ত্র উন্মোচন করল ইরান

যাযাদি ডেস্ক
  ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
আকাশ প্রতিরক্ষায় নতুন অস্ত্র উন্মোচন করল ইরান

আকাশ প্রতিরক্ষায় নতুন দুটি অস্ত্র উন্মোচন করেছে ইরান। দুটি অস্ত্রই ইরানের সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি। দেশটির প্রতিরক্ষা সিস্টেমে শনিবার যুক্ত হওয়া নতুন অস্ত্র দুটি হলো- আরমান অ্যান্টি-ব্যালিস্টিক মিসাইল সিস্টেম ও আজরাখশ এয়ার ডিফেন্স সিস্টেম। তথ্যসূত্র : রয়টার্স

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই নতুন অস্ত্রের সঙ্গে বিশ্বকে পরিচয় করিয়ে দিল ইরান।

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি গোষ্ঠী ফিলিস্তিনের গাজাবাসীর সঙ্গে সংহতি প্রদর্শন করে লোহিত সাগরে আমেরিকা, যুক্তরাজ্য ও ইসরাইল সংশ্লিষ্ট জাহাজে একের পর এক হামলার ঘটনায় এই অঞ্চলে তীব্র উত্তেজনার মধ্যে ইরানের ঘোষণাটি এসেছে।

হুতিদের হামলার জবাবে আমেরিকা ইয়েমেনে হুতিদের সামরিক স্থাপনার পাশাপাশি ইরাক ও সিরিয়ায় ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর স্থাপনায় পাল্টা হামলা চালাচ্ছে। অন্যদিকে, সিরিয়া ও ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার ঘটনা ঘটছে।

আরমান অ্যান্টি-ব্যালিস্টিক মিসাইল সিস্টেম একযোগে ১২০ থেকে ১৮০ কিলোমিটার দূরের ছয়টি লক্ষ্যবস্তুকে মোকাবিলা করতে পারে বলে দাবি। অন্যদিকে, আজরাখশ এয়ার ডিফেন্স সিস্টেম 'চারটি রেডি টু ফায়ারসহ ৫০ কিলোমিটার দূরত্ব পর্যন্ত লক্ষ্যবস্তু শনাক্ত ও ধ্বংস করতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে