সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১

কৃষকদের ডাকে 'ভারত বন্‌ধ'

যাযাদি ডেস্ক
  ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
ফসলের ন্যায্যমূল্যের দাবিতে ভারতের কৃষকদের যে আন্দোলন চলছে, তার অংশ হিসেবে শুক্রবার তারা হিমাচলের সিমলা-কিন্নর মহাসড়ক অবরোধ করেন -পিটিআই/আউটলুক ইনডিয়া

ফসলের ন্যায্যমূল্যের দাবিতে ভারতের কৃষকরা যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, তার গতি কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। শুক্রবার 'ভারত বন্‌ধ'-এর ডাক দিয়েছে বেশ কয়েকটি কৃষক সংগঠন। শনিবার দেশজুড়ে কৃষকদের ভোট ৬টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চাষাবাদ এবং কৃষি সংক্রান্ত সব ধরনের কর্মকান্ড বন্ধ রাখতে এবং সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দিতে বলা হয়। তথ্যসূত্র : হিন্দুস্তান টাইমস

এদিকে, কৃষকদের প্রবেশ ঠেকাতে দিলিস্ন ও জাতীয় রাজধানী অঞ্চলে ১৪৪ ধারা জারি করেছে সরকার। বন্ধ কর্মসূচির মধ্যেই কৃষকরা তাদের দাবি নিয়ে দিলিস্নতে একটি প্রতিবাদ মিছিল করার পরিকল্পনা করেছেন। তবে আয়োজকরা কৃষকদের শনিবার সকাল ৬টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সব ধরনের কৃষিকাজ বন্ধ রেখে দেশজুড়ে সড়ক অবরোধের আহ্বান জানিয়েছেন।

৯টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের সিনিয়র নেতারা ২১ দফা দাবিতে দিলিস্নর যন্তর-মন্তরে একটি যৌথ বিক্ষোভ করবেন। তাদের দাবির মধ্যে শস্যের জন্য নূ্যনতম সমর্থন মূল্যের (এমএসপি) গ্যারান্টি, নূ্যনতম পেনশন এবং নূ্যনতম মজুরির কথা রয়েছে।

এদিকে, পাঞ্জাব-হরিয়ানা সীমান্তে কৃষক-পুলিশের সংঘর্ষ অব্যাহত রয়েছে। এর মধ্যেই কৃষকরা দিলিস্নতে তাদের পদযাত্রা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে