সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১

লেবাননে ইসরাইলি হামলায় ছয় শিশুসহ ১১ বেসামরিক নিহত

যাযাদি ডেস্ক
  ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
লেবাননে ইসরাইলি হামলায় ছয় শিশুসহ ১১ বেসামরিক নিহত

লেবাননের দক্ষিণের সীমান্তবর্তী দুটি গ্রামে বুধবার ইসরাইলের বিমান হামলায় ছয় শিশুসহ ১১ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। একটি হাসাপাতালের পরিচালক এবং লেবাননের নিরাপত্তা বাহিনীর নাম প্রকাশে অনিচ্ছুক তিন কর্মকর্তা এ তথ্য দিয়েছেন। তথ্যসূত্র : রয়টার্স

এদিকে, ইসরাইল বলেছে, তারা হিজবুলস্নাহর একটি রকেট হামলার জবাব দিয়েছে। ওই রকেট হামলায় তাদের এক সেনা নিহত হয়েছে। অন্য আটজন হাসপাতালে ভর্তি হয়েছে।

গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইসরাইল-লেবানন সীমান্তে ইসরাইলি সেনা ও লেবাননের প্রভাবশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুলস্নাহর সঙ্গে গোলা বিনিময় চলছে।

লেবাননের নিরাপত্তা বাহিনীর দুই কর্মকর্তা বলেন, বুধবার আল-সাওয়ানা গ্রামে ইসরাইলের একটি বিমান হামলায় এক নারী ও তার দুই সন্তান নিহত হয়েছে।

নাবাতিয়েহ এলাকায় একটি ভবনে হামলায় আরও চার শিশু, তিন নারী ও একজন পুরুষ প্রাণ হারান বলে জানান ছোট্ট ওই শহরটির হাসপাতালের পরিচালক হাসান ওয়াজনি। এ হামলায় আরও সাতজন আহত হন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে