শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১

শৌচাগারে পাওয়া গেল ১০০ বছর আগের প্রেমের চিঠি

যাযাদি ডেস্ক
  ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
শৌচাগারে পাওয়া গেল ১০০ বছর আগের প্রেমের চিঠি

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরের এক দম্পতি তাদের বাড়ির শৌচাগার ভেঙে সংস্কার করাচ্ছিলেন। এ কাজ করতে গিয়ে শৌচাগারের একটি দেয়াল ভাঙতেই বেরিয়ে আসে এক জোড়া প্রেমের চিঠি। ধারণা করা হচ্ছে, চিঠি দুটি প্রায় শত বছর আগে লেখা হয়েছিল।

ম্যাট টেসমার ও ক্যারি টেসমার নামে সেই দম্পতি বলেন, শৌচাগারের পেছনের দেয়ালের ভেতর থেকে চিঠি ছাড়াও ওষুধের পাত্র, গিস্নসারিন, গোলাপজল, রেজার বেস্নড ও দীর্ঘদিন আগে বন্ধ হয়ে যাওয়া মিনিয়াপোলিসের কিছু ব্র্যান্ডের তৈরি প্রসাধনসামগ্রী পেয়েছেন তারা।

এই দম্পতির ভাষ্য, এসবের মধ্যে সবচেয়ে অবাক করা হচ্ছে, সেখানে দুটি প্রেমের চিঠি পাওয়া গেছে। একজন কিশোর দুই কিশোরীর নামে চিঠি দুটি লিখেছে।

পত্রলেখকের জায়গায় লেখা জন বি। চিঠি দুটি লেখা হয়েছে হ্যাজেল ও পলিন নামে দুজনকে। চিঠিতে জন বি দুজনের প্রতি গভীর অনুরাগের কথা লিখেছে।

ক্যারি টেসমার স্থানীয় একটি সংবাদমাধ্যমকে বলেন, চিঠির কিছু অংশ পড়ার পর তারা বুঝতে পারেন, সেগুলো সম্ভবত ১৩ থেকে ১৮ বছর বয়সি কোনো কিশোরের লেখা।

তবে ওই দম্পতি বলেন, জন বি নামে এই পত্রলেখক কে হতে পারে, এ নিয়ে দুজনের কথা মনে হচ্ছে তাদের। তাদের মতে, দুজনের একজন হলেন জন পাভলো, যিনি বাড়িটির প্রথম মালিক। গত শতকের বিশ থেকে পঞ্চাশের দশক পর্যন্ত এই বাড়ি ছিল জন পাভলোর। তার ছেলের নাম ছিল জন।

ক্যারি টেসমার বলেন, জন পাভলো যখন এই বাড়িতে পরিবারের সঙ্গে ছিলেন, তার বয়স ছিল প্রায় ১৭ বছর।

আর দ্বিতীয় যে ব্যক্তিকে ধারণা করা হচ্ছে, তার নাম জন বুক। তার জন্ম গত শতকের ত্রিশের দশকে। ষাটের দশকে যখন ওই ব্যক্তি এই বাড়িতে আসেন, তখন তার বয়স সবে

আঠারো হয়েছে।

ক্যারি বলেন, তারা বাড়ির চিলেকোঠায় জন বুকের কিছু পুরনো কাগজ খুঁজে পেয়েছেন। হতে পারে, কিশোর বয়সের স্মৃতিচিহ্ন শৌচাগারের দেয়ালের ভেতর লুকিয়ে রেখেছিলেন জন বুক।

দেয়ালের এই চিঠির পেছনের গল্পটা জানতে চান ক্যারি। তিনি বলেন, কেন চিঠিগুলো প্রাপককে দেওয়া হয়নি, কেন চিঠির শেষ ঠিকানা শৌচাগার হলো এর নেপথ্য কাহিনি জানতে আগ্রহী তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে