জাতিসংঘের সতর্কবাণী
রাফায় ইসরাইলি হামলা 'হত্যাযজ্ঞ' ঘটাতে পারে
রাফায় ১০ লাখের বেশি মানুষ আটকা পড়েছে। তারা সবাই মৃতু্যর আশঙ্কায় আছে। শহরটির বেসামরিক মানুষদের কাছে খুব অল্প পরিমাণ খাবার আছে
প্রকাশ | ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
যাযাদি ডেস্ক
ফিলিস্তিনের গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় ইসরাইলি বাহিনীর হামলা ব্যাপক 'হত্যাযজ্ঞ' ঘটাতে পারে বলে সতর্ক করে দিয়েছেন জাতিসংঘের শীর্ষ কর্মকর্তা মার্টিন গ্রিফিথস।
জাতিসংঘের মানবিক সহায়তা ও জরুরি ত্রাণ-বিষয়ক সমন্বয়কারী মার্টিন গ্রিফিথস বলেন, 'গাজায় ফিলিস্তিনিরা এমন সব হামলার শিকার হয়েছে, যে সবের তীব্রতা, বর্বরতা ও পরিধির সঙ্গে কোনো কিছুর তুলনা চলে না।'
এ পরিস্থিতিতে রাফায় ব্যাপক হামলার পরিণতি 'বিপর্যয়কর' হতে পারে- এমনটাই বলেছেন মার্টিন গ্রিফিথস।
ফিলিস্তিনি সংগঠন হামাসের বন্দুকধারীরা রাফা শহরে লুকিয়ে আছেন উলেস্নখ করে তাদের পরাজিত করার অঙ্গীকার করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
পরে এক বিবৃতিতে মার্টিন গ্রিফিথস বলেন, রাফায় ১০ লাখের বেশি মানুষ আটকা পড়ে আছে। তারা সবাই মৃতু্যর দিকে তাকিয়ে আছে। শহরটির বেসামরিক মানুষদের কাছে খুব অল্প পরিমাণ খাবার আছে। তাদের চিকিৎসা পাওয়ার সুযোগও সীমিত। তাদের যাওয়ার জন্য কোনো নিরাপদ জায়গা নেই।
মার্টিন গ্রিফিথস আরও বলেন, ইতোমধ্যে মৃতু্যর দুয়ারে দাঁড়িয়ে থাকা রাফা শহরকে একটি ভঙ্গুর মানবিক অভিযানের মুখে ঠেলে দেবে ইসরাইলি আগ্রাসন।
জাতিসংঘের জরুরি ত্রাণ-বিষয়ক সমন্বয়কারী মার্টিন গ্রিফিথসকে এমন দৃঢ় ভাষায় বিবৃতি দিতে সচরাচর দেখা যায় না।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের একজন মুখপাত্র বিবিসির নিউজআওয়ার অনুষ্ঠানে জানান, ইসরাইলের পক্ষ থেকে রাফায় কোনো উচ্ছেদ পরিকল্পনার খবর জাতিসংঘ এখনো পায়নি। জোরপূর্বক উচ্ছেদের কোনো প্রক্রিয়ায় জাতিসংঘ যুক্ত হবেও না।
স্টিফেন ডুজারিক সরাসরি বলেছেন, মানুষকে জোরপূর্বক উচ্ছেদ করার কোনো পরিকল্পনার অংশ হবে না জাতিসংঘ।
গাজা উপত্যকার দক্ষিণের ছোট একটি শহর রাফা। শহরটি মিসরের সীমানা লাগোয়া। গত বছরের অক্টোবরে ফিলিস্তিন ও ইসরাইল সংঘাত শুরুর আগে রাফায় প্রায় আড়াই লাখ মানুষ বসবাস করতেন। তবে সংঘাত শুরুর পর ইসরাইল যখন গাজার দক্ষিণাঞ্চল খালি করে দেওয়ার নির্দেশ দেয়, এরপর রাফায় মানুষের সংখ্যা ১৫ লাখে পৌঁছে যায়।
রাফায় এখন অনেকেই তাঁবুতে বসবাস করছেন। অনেকেই বলছেন, তাদের যাওয়ার কোনো জায়গা নেই।
ইসরাইলি বাহিনী সম্প্রতি রাফায় হামলা জোরদার করেছে। শহরটিতে গত সোমবার ইসরাইলি হামলায় অন্তত ৬৭ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।