সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১

ইরানগামী জাহাজেও হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

যাযাদি ডেস্ক
  ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
ইরানগামী জাহাজেও হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

এবার ইরানের উদ্দেশে রওনা হওয়া একটি মালবাহী জাহাজে দুটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এই হামলায় কেউ হতাহত হয়নি তবে জাহাজটির সামান্য ক্ষতি হয়েছে। সোমবার লোহিত সাগরে বাব আল-মান্দেব প্রণালিতে এ হামলা চালায় ?হুতিরা। তথ্যসূত্র : রয়টার্স

ইসরাইল-হামাস যুদ্ধে ফিলিস্তিনিদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজের বিরুদ্ধে হামলা শুরুর পর এবারই প্রথম কোনো ইরানগামী জাহাজে হামলা চালাল হুতিরা।

জাহাজটির নাম 'এমভি স্টার আইরিস'। ব্রাজিল থেকে খাদ্যশস্য নিয়ে ইরানে যাচ্ছিল জাহাজটি। এ সময় দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হুতিরা।

হুতির সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি 'এমভি স্টার আইরিস'কে মার্কিন কার্গো জাহাজ হিসেবে উলেস্নখ করেছে। তবে জাহাজ শনাক্তকারী সংস্থাগুলোর দাবি, গ্রিসের মালিকানাধীন জাহাজটি মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী ছিল।

এক আঞ্চলিক নিরাপত্তা কর্মকর্তা জানান, এই হামলার মাধ্যমে এটা প্রমাণের চেষ্টা চালানো হয়েছে যে, ইরান হুতিদের নিয়ন্ত্রণ করে না এবং তারা স্বাধীনভাবে কার্যক্রম পরিচালনা করে'। তবে তার ধারণা, হামলা চালানোর আগে হুতিরা ইরানকে এ বিষয়ে তথ্য দিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে