উত্তর কোরিয়ার হুমকি বৃদ্ধির পর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল শনিবার তার দেশের নৌ-সেনাদের বলেছেন, উসকানি দেওয়া হলে 'প্রথমে পদক্ষেপ নিন, পরে রিপোর্ট করুন'।
ইউন গত মাসেও এবং ডিসেম্বরে সম্মুখসারির এক সেনা ইউনিট পরিদর্শনকালে একই ধরনের বক্তব্য দিয়েছিলেন।
পারমাণবিক ক্ষমতাধর দেশ উত্তর কোরিয়া চলতি বছর দক্ষিণ কোরিয়াকে তাদের দেশের 'প্রধান শত্রম্ন' হিসেবে ঘোষণা করে পুনঃএকত্রীকরণ এবং প্রচারের কাজে নিয়োজিত বিভিন্ন সংস্থা বন্ধ করে দিয়েছে এবং আঞ্চলিক আইন লঙ্ঘন করে ০.০০১ মিলিমিটার ভূখন্ডও দখল করা হলে পিয়ংইয়ং যুদ্ধের হুমকি দিয়েছে। তথ্যসূত্র : এএফপি