শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১

দক্ষিণ কোরিয়াকে 'ধ্বংস করার' অঙ্গীকার কিমের

যাযাদি ডেস্ক
  ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
দক্ষিণ কোরিয়াকে 'ধ্বংস করার' অঙ্গীকার কিমের

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন অঙ্গীকার করে বলেছেন, দক্ষিণ কোরিয়া পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করলে তারা সিউলকে 'ধ্বংস করতে' দ্বিধা করবে না। প্রতিবেশী এই দেশ দুটির মধ্যে সম্পর্ক একেবারে চরম পর্যায়ে পৌঁছানোর প্রেক্ষাপটে তিনি এমন অঙ্গীকার ব্যক্ত করেন। শুক্রবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ কথা জানিয়েছে।

পারমাণবিক ক্ষমতাধর দেশ উত্তর কোরিয়া চলতি বছর দক্ষিণ কোরিয়াকে তাদের 'প্রধান শত্রম্ন' দেশ ঘোষণা করেছে।

উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা (কেসিএনএ) জানায়, 'শত্রম্নরা আমাদের দেশের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করার সাহস দেখালে আমরা এমন কঠিন সিদ্ধান্ত গ্রহণ করব, যা ইতিহাসকে বদলে দেবে এবং সিউলকে ধ্বংস করে ফেলতে একেবারে শক্তিশালী অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করা হবে না।' তিনি আরও বলেন, এ ক্ষেত্রে 'শান্তি প্রার্থনা করার বা আলোচনার মাধ্যমে বিনিময় করার কিছু নেই।'

কেসিএনএ জানায়, উত্তর কোরিয়ার সামরিক বাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক অনুষ্ঠান চলাকালে কিম এসব মন্তব্য করেন। তথ্যসূত্র : এএফপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে