ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
তৃতীয় মেয়াদে ক্ষমতায় যাওয়ার আশা মোদির
প্রকাশ | ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
যাযাদি ডেস্ক
ভারতের সাধারণ নির্বাচনের আর খুব বেশি দিন নেই। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাধারণ নির্বাচনের আগে লোকসভায় শেষ ভাষণ দিয়েছেন সোমবার। এদিন তিনি ভারতীয় অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রম্নতি পুনর্ব্যক্ত করেছেন। তিনি তৃতীয় মেয়াদে ফের ক্ষমতায় এলে ভারতের অর্থনীতি বিশ্বের তৃতীয় বৃহত্তম হবে বলেও আশা প্রকাশ করেন।
এ ছাড়া বিজেপি আশা প্রকাশ করেছে, নরেন্দ্র মোদির সরকার একটি বিশাল ম্যান্ডেট নিয়ে টানা তৃতীয় মেয়াদে ফিরে আসবে।
এর আগে গত সপ্তাহে দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বক্তৃতার ধন্যবাদ প্রস্তাবে প্রধানমন্ত্রী মোদি তার উন্নয়ন এজেন্ডাকে বিরোধীদের নাশকতার সংস্কৃতির বিপরীত বলে অভিহিত করেন।
মোদি বলেন, 'আমি দেশের মেজাজ অনুমান করতে পারি। দেশবাসী অবশ্যই এনডিএকে ৪০০টির বেশি আসন দেবে এবং বিজেপিকে কমপক্ষে ৩৭০ আসন দেবে।'
বিরোধী দলগুলো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সাহসই হারিয়ে ফেলেছে বলে দাবি করেন মোদি। দীর্ঘ সময়ের জন্য তারা বিরোধী আসনে বসারই সংকল্প গ্রহণ করেছেন উলেস্নখ করে তিনি বলেন, 'আমি বিরোধীদের এই সংকল্পের প্রশংসা করি। আপনারা যেভাবে বহু দশক ধরে সরকারের আসনে বসেছিলেন, একইভাবে আপনারা দীর্ঘদিন বিরোধী আসনে বসার সংকল্প করেছেন। আগামী নির্বাচনে আপনারা আরও উচ্চতায় পৌঁছে যাবেন, আপনাদের দর্শকদের গ্যালারিতে বসতে হবে।' তথ্যসূত্র : এবিপি নিউজ