পাকিস্তানের একটি পুলিশ স্টেশনে (থানা) সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১০ পুলিশ সদস্য নিহত হয়েছে। আহত হয়েছে পুলিশের আরও ছয় সদস্য।
দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার-পাখতুনখাওয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলার চদওয়ান থানায় সোমবার এই হামলা ও হতাহতের ঘটনা ঘটে।
পাকিস্তানে আগামী বৃহস্পতিবার সাধারণ নির্বাচন হওয়ার কথা রয়েছে এবং এর মাত্র তিন দিন আগে হামলার এই ঘটনা ঘটল।
সাম্প্রতিক সময়ে পাকিস্তানে জঙ্গিদের হামলা বেশ বেড়েছে। বিশেষ করে পাকিস্তানি তালেবান এবং সরকারের মধ্যে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর নিরাপত্তা কর্মীদের লক্ষ্য করে ২০২২ সাল থেকে এই ধরনের হামলা
বেশ বেড়েছে।
এবারের হামলাটি সোমবার স্থানীয় সময় ভোর ৩টার দিকে ঘটে।
তথ্যসূত্র : রয়টার্স