রোববার, ১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১

মার্কিন হামলার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার ইরাক-জর্ডানের

যাযাদি ডেস্ক
  ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
মার্কিন হামলার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার ইরাক-জর্ডানের

ইরাক ও সিরিয়ায় চালানো আমেরিকার প্রতিশোধমূলক হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে জর্ডান। এ ছাড়া বাগদাদ সরকারের সঙ্গে সমন্বয় করে ওয়াশিংটন এই হামলা চালিয়েছে বলে যে দাবি করা হয়েছে, সেটি অস্বীকার করেছে ইরাকও। শুক্রবার রাতে জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার জবাবে ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনী ও তাদের সঙ্গে সম্পর্কিত মিলিশিয়াদের ৮৫টির বেশি লক্ষ্যবস্তুতে এই হামলা চালায় আমেরিকা। তথ্যসূত্র : আনাদলু, তাস

শনিবার ইরাকে সর্বশেষ মার্কিন হামলার বিষয়ে আমেরিকার সঙ্গে আগে থেকেই কোনো ধরনের সমন্বয়ের কথা অস্বীকার করেছে বাগদাদ। ইরাকি সরকারের মুখপাত্র বাসেম আল-আওয়াদি বলেছেন, ওই হামলার সময় আমেরিকান যুদ্ধবিমানগুলো আকাশাত এবং আল-কাইম অঞ্চলে ইরাকি ঘাঁটি ও কাছাকাছি বেসামরিক এলাকাগুলোতে বোমাবর্ষণ করে। ইরাকি নিউজ এজেন্সি (আইএনএ) আল-আওয়াদির বরাত দিয়ে বলেছে, 'এটি করার মাধ্যমে, আমেরিকান প্রশাসন ইরাকের সার্বভৌমত্বের বিরুদ্ধে নতুন আগ্রাসন শুরু করেছে।'

তিনি বলেছেন, 'এই নির্লজ্জ আগ্রাসনের ফলে বেসামরিক নাগরিকসহ ১৬ জনের মৃতু্য হয়েছে। এ ছাড়া হামলায় ২৫ জন আহত হওয়ার পাশাপাশি আবাসিক ভবন ও সম্পত্তির ক্ষয়ক্ষতি ও লোকসান হয়েছে।' তিনি আমেরিকাকে 'এই আগ্রাসন পরিচালনা করার আগে সমন্বয় করা হয়েছে বলে ঘোষণা করে' প্রতারণা করার জন্যও অভিযুক্ত করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে