রাশিয়ার দখল করা শহরে ইউক্রেনের হামলা নিহত ২৮
প্রকাশ | ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
যাযাদি ডেস্ক
রাশিয়ার দখলকৃত পূর্বাঞ্চলীয় শহর লিসিচানস্কে ইউক্রেনের বোমা হামলায় অন্তত ২৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। রোববার রাশিয়ার জরুরি-বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, লিসিচানস্ক শহরের একটি বেকারিকে লক্ষ্য করে শনিবার ইউক্রেনীয় বাহিনী এই হামলা চালায়। প্রতি সপ্তাহ শেষে এই বেকারিতে বহু মানুষ ভিড় করে থাকেন। তথ্যসূত্র : এএফপি
রুশ জরুরি মন্ত্রণালয় 'টেলিগ্রাম' পোস্টে জানিয়েছে, লিসিচানস্ক শহরে জরুরি মন্ত্রণালয়ের কর্মীরা ধ্বংসস্তূপের নিচে থেকে ২৮ জনের মৃতদেহ উদ্ধার করেছে। উদ্ধারকাজ এখনো অব্যাহত রয়েছে।
রাশিয়া নিয়ন্ত্রিত লুহানস্ক তথ্যকেন্দ্র 'টেলিগ্রামে' এক পোস্টে বলেছে, আমেরিকার সরবরাহকৃত 'হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম' ব্যবহার করে শনিবার বিকালে গোলাবর্ষণ করে ইউক্রেন।
ইউক্রেনের এই হামলা এমন এক সময় ঘটল, যখন দেশটির সঙ্গে রাশিয়ার যুদ্ধ প্রায় দুই বছর পূর্ণ হতে চলেছে।
লিসিচানস্ক ইউক্রেনের লুগানস্ক অঞ্চলের একটি শহর। রাশিয়ার হামলার আগে শহরটিতে এক লাখ ১০ হাজারের বেশি বাসিন্দা ছিল। ২০২২ সালের মাঝামাঝি সময় ইউক্রেনের সঙ্গে তুমুল লড়াইয়ের পর রাশিয়া শহরটি দখল করে নেয়।