নামিবিয়ার প্রেসিডেন্ট গেইঙ্গোব মারা গেছেন

প্রকাশ | ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
প্রেসিডেন্ট হেগে গেইঙ্গোব
নামিবিয়ার প্রেসিডেন্ট হেগে গেইঙ্গোব রোববার সকালে দেশটির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃতু্যকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। প্রেসিডেন্সি অফিস সামাজিক যোগযোগ মাধ্যম 'এক্সে' এক পোস্টে এই শোক সংবাদ জানিয়েছে। দেশটির প্রেসিডেন্সি অফিস গেইঙ্গোবের মৃতু্যর কারণ পোস্টে জানায়নি। তবে জানুয়ারি মাসে গেইঙ্গোবের ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর প্রকাশ পায়। তখন থেকে হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। আমেরিকায় দুই দিনের চিকিৎসা শেষে গত বুধবার দেশে ফিরেছিলেন তিনি। গেইঙ্গোব ২০১৫ সাল থেকে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। বর্তমানে প্রেসিডেন্ট হিসেবে তার দ্বিতীয় মেয়াদ চলছিল। তিনি দেশটির প্রথম প্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। নামিবিয়া দক্ষিণ আফ্রিকা থেকে স্বাধীনতা লাভের পর, সাবেক প্রেসিডেন্ট স্যাম নুজোমার অধীনে ১৯৯০ থেকে ২০০২ সাল পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী হিসেবে অধিষ্ঠিত ছিলেন। গেইঙ্গোবের জন্ম ১৯৪১ সালে। ১৯৯০ সালে দক্ষিণ আফ্রিকার শাসন থেকে নামিবিয়া স্বাধীনতা লাভের আগেই সেখানে নামকরা রাজনীতিকে পরিণত হয়েছিলেন তিনি। তার নেতৃত্বেই একটি কমিটি নামিবিয়ার সংবিধান রচনা করে। তিনি স্বাধীন নামিবিয়ার প্রথম প্রধানমন্ত্রী ছিলেন। যে দায়িত্ব তিনি ২০০২ সাল পর্যন্ত পালন করেন। তথ্যসূত্র : রয়টাস