ইসরাইলে নতুন করে হামলা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় লোহিত সাগরের তীরবর্তী শহর ইলাতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরান-সমর্থিত ইয়েমেনের এই বিদ্রোহী গোষ্ঠীটি। তথ্যসূত্র : রয়টার্স
ইয়েমেনের ইরান-মিত্র হুথি আন্দোলন শুক্রবার বলেছে, তারা ইসরাইলি শহর ইলাতের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এ ছাড়া ইসরাইল গাজায় তাদের আক্রমণ শেষ না করা পর্যন্ত তাদের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যাওয়ার হুমকিও দিয়েছে গোষ্ঠীটি। ইসরাইলি সামরিক বাহিনী এর আগে বলেছিল, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা 'অ্যারো' শুক্রবার লোহিত সাগর এলাকায় 'সারফেস টু সারফেস' ক্ষেপণাস্ত্র আটকে দিয়েছে।
গত ৭ অক্টোবর ইসরাইল-হামাস লড়াই শুরু হওয়ার পর থেকে লোহিত সাগরের গুরুত্বপূর্ণ সমুদ্রপথে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে এ হামলা আরও তীব্র হয়েছে এবং এর মধ্যেই শুক্রবার ইসরাইলে হামলার এ ঘটনা ঘটল।
এর আগে গত বছরের ডিসেম্বরের শেষদিকে ইলাত শহর লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছিল হুতিরা।