শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

হামলার জবাব দিতে প্রস্তুত বাইডেন

যাযাদি ডেস্ক
  ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
হামলার জবাব দিতে প্রস্তুত বাইডেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, জর্ডানে মার্কিন সেনাদের ওপর ড্রোন হামলার ঘটনায় কীভাবে জবাব দেওয়া হবে, তা তিনি ঠিক

করে ফেলেছেন।

ইরান সমর্থিত জঙ্গিদের শাস্তি দিলে মধ্যপ্রাচ্যে বড় যুদ্ধ শুরু হয়ে যাওয়ার আশঙ্কার মধ্যে এ কথা বললেন

মার্কিন প্রেসিডেন্ট।

গত রোববার জর্ডানের উত্তর-পূর্বাঞ্চলে সিরিয়ার সীমান্তের কাছে মার্কিন সেনাঘাঁটিতে ড্রোন হামলায় তিন সেনা নিহত হন। আহত হন আরও ৩৪ জন। এ হামলার জন্য ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র।

জর্ডানে মার্কিন বাহিনীর ওপর হামলার জবাব কী হবে, তা নির্ধারণে হোয়াইট হাউসে শীর্ষ উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেন বাইডেন। এরপর নির্বাচনী প্রচারণায় অংশ নিতে এয়ারফোর্স-ওয়ান উড়োজাহাজে ফ্লোরিডার উদ্দেশে রওনা করেন তিনি।

এ দিন সাংবাদিকদের পক্ষ থেকে বাইডেনের কাছে জানতে চাওয়া হয়েছিল কীভাবে হামলার জবাব দেওয়া হবে সে সিদ্ধান্ত তিনি নিয়েছেন কি না। জবাবে বাইডেন বলেন, 'হঁ্যা'। তবে এ ব্যাপারে বিস্তারিত জানাননি তিনি।

এ ঘটনায় ইরান দায়ী কি না, জানতে চাওয়া হলে বাইডেন বলেন, 'যারা হামলা চালিয়েছে তাদের তারা (ইরান) অস্ত্র সরবরাহ করছে। সে জায়গা থেকে আমি তাদের দায়ী করব।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে