শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

রুশ যুদ্ধবিরোধী ব্যান্ড দল থাইল্যান্ডে গ্রেপ্তার

যাযাদি ডেস্ক
  ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
রুশ যুদ্ধবিরোধী ব্যান্ড দল থাইল্যান্ডে গ্রেপ্তার

এই রক ব্যান্ড দলের নাম বিআই-২। মস্কোয় এ দলটি সমালোচনার শিকার। থাই সরকার দলটিকে রাশিয়ায় ফেরত পাঠাতে পারে বলে জানিয়েছেন মানবাধিকার কর্মীরা।

যুদ্ধবিরোধী একটি রাশিয়ান-বেলারুশিয়ান রক ব্যান্ডদল থাইল্যান্ড টু্যরে গিয়ে গ্রেপ্তার হয়েছে। থাই সরকার দলটিকে রাশিয়ায় ফেরত পাঠাতে পারে বলে জানিয়েছেন মানবাধিকার কর্মীরা।

ব্যান্ডদলটির নাম বিআই-২। মস্কোয় এ দলটি সমালোচনার শিকার। তাই এই ব্যান্ডদলকে রাশিয়ায় না পাঠানোর জন্য থাইল্যান্ড সরকারকে আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডবিস্নউ)।

তারা বলছে, রাশিয়ায় পাঠানো হলে সাত সদস্যের এই রক ব্যান্ডদলটি নিপীড়নের শিকার হতে পারে।

থাইল্যান্ডের রিসোর্ট দ্বীপ ফুকেট ভ্রমণের সময় বিআই-২ ব্যান্ডদলটি অনুমতি না নিয়ে সঙ্গীতানুষ্ঠান করার অভিযোগে গ্রেপ্তার হয়েছে। ফুকেটে হাজার হাজার রুশ পর্যটক সমাগম হয়ে থাকেন।

বিবিসি জানায়, ব্যান্ডদলটি এখন থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আটক আছে। তবে থাই কর্তৃপক্ষ এ বিষয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি কিংবা বিবিসি'র প্রশ্নে কোনো সাড়া দেয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে