শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

৮৮ হাজার ফিলিস্তিনিকে সরে যাওয়ার নির্দেশ

যাযাদি ডেস্ক
  ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
৮৮ হাজার ফিলিস্তিনিকে সরে যাওয়ার নির্দেশ

ফিলিস্তিনের গাজা নগরীর পশ্চিমের আশপাশের এলাকা ফাঁকা করার আদেশ নতুন করে জারি করেছে ইসরাইল। এ আদেশের আওতাভুক্ত এলাকার আশ্রয়কেন্দ্রগুলোয় ৮৮ হাজার ফিলিস্তিনি বসবাস করে আসছিলেন। জাতিসংঘের মানবিক সংস্থা (ওসিএইচএ) এ তথ্য জানিয়েছে।

আদেশের আওতাভুক্ত এলাকায় আল শাতি শরণার্থী শিবির আছে। গত ৭ অক্টোবরের আগে আদেশভুক্ত এলাকাটি প্রায় তিন লাখ ফিলিস্তিনির আবাসস্থল ছিল। ওসিএইচএ গত সোমবার তার নিয়মিত হালনাগাদে এ তথ্য জানায়।

ওসিএইচএ বলেছে, ইসরাইলের নতুন আদেশের আওতাভুক্ত এলাকার আয়তন ১২ দশমিক ৪৩ বর্গকিলোমিটার, যা গাজা উপত্যকার মোট এলাকার ৩ দশমিক ৪ শতাংশ।

ওসিএইচএ বলেছে, ইসরাইল ১ ডিসেম্বর থেকে এলাকা ফাঁকা করার বিষয়ে সময়সীমা ঠিক করে আদেশ জারি শুরু করে। এর পর থেকে এখন পর্যন্ত গাজা উপত্যকার প্রায় ৪১ শতাংশ এলাকা ইসরাইলের এ ধরনের আদেশের আওতায় এসেছে।

গাজা নগরী গাজা উপত্যকার উত্তরাঞ্চলে পড়েছে। গাজা নগরীর পশ্চিমের বাসিন্দাদের দক্ষিণে পালিয়ে যেতে বলেছে ইসরাইল।

তবে সাম্প্রতিক দিনগুলোয় অনেক ফিলিস্তিনি গাজার দক্ষিণাঞ্চলের প্রধান শহর খান ইউনিস ছেড়ে গেছেন। অন্যদিকে গাজার দক্ষিণাঞ্চলের আরেক শহর রাফাহ ইতোমধ্যে বিপজ্জনকভাবে জনাকীর্ণ হয়ে পড়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে