শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

আবারও একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

যাযাদি ডেস্ক
  ৩১ জানুয়ারি ২০২৪, ০০:০০
আবারও একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

আবারও একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, দেশটির পশ্চিম উপকূলীয় সাগরে স্থানীয় সময় মঙ্গলবার ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হয়েছে। এ নিয়ে এক সপ্তাহের কম সময়ের মধ্যে তৃতীয়বারের মতো ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল দেশটি। তথ্যসূত্র : রয়টার্স

এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিপস অব স্টাফ বলেছেন, মঙ্গলবার সকাল ৭টার দিকে ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণ করা হয়েছিল।

তবে ওই বিবৃতিতে তাৎক্ষণিকভাবে ছোড়া ক্ষেপণাস্ত্রের সংখ্যা, সেগুলো কতদূর উড়েছিল এবং স্থল বা সমুদ্র থেকে উৎক্ষেপণ করা হয়েছিল কি-না, এসব বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি।

পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার ও উৎক্ষেপণের বিবরণ বিশ্লেষণ করার কথা জানিয়েছে দক্ষিণ কোরিয়া এবং মার্কিন গোয়েন্দা কর্তৃপক্ষ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে