আব্বাসের ক্ষমতা কমিয়ে দেওয়ার পরিকল্পনা

প্রকাশ | ২৯ জানুয়ারি ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান যুদ্ধ বন্ধ এবং সেখানে একটি স্থিতিশীল সরকার প্রতিষ্ঠায় কাজ করছে ১০টি দেশ। যার নেতৃত্বে রয়েছে আমেরিকা। এই দেশগুলো ফিলিস্তিনের বর্তমান প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ক্ষমতা কমিয়ে দেওয়ার পরিকল্পনা করছে। দেশগুলো বর্তমানে তিনটি দিক নিয়ে কাজ করছে। যার মধ্যে রয়েছে ইসরাইলি জিম্মিদের মুক্তি এবং স্থায়ী যুদ্ধবিরতি, ফিলিস্তিনি কর্তৃপক্ষকে (অথরিটি) নতুন করে সাজানো এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বদলে সৌদি আরব ও ইসরাইলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপন। বিভিন্ন সূত্র বলছেন, একাধিক পরিকল্পনা বিবেচনা করা হচ্ছে। তবে সেগুলোর মধ্যে কয়েকটি 'শর্তযুক্ত, অস্পষ্ট এবং তুমুল বিরোধিতার মুখে পড়েছে'। এর মধ্যে অন্যতম পরিকল্পনা হলো- বর্তমান প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ক্ষমতা কমিয়ে ফেলে, নতুন একজন প্রধানমন্ত্রীকে সব ক্ষমতা দেওয়া। অর্থাৎ আব্বাস প্রেসিডেন্ট থাকবেন, কিন্তু তার কোনো ক্ষমতা থাকবে না। তার পদটি হবে শুধুমাত্র আনুষ্ঠানিক। পরিকল্পনায় আরও রয়েছে, নতুন ফিলিস্তিনি সরকারের ক্ষমতা শক্তিশালী করতে গাজায় একটি আরব শান্তিরক্ষী বাহিনী পাঠানো হবে। তথ্যসূত্র : নিউ ইয়র্ক টাইমস