অঙ্কের হিসাবে নবমবার ভারতের বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন নীতিশ কুমার। দুই দিন আগেও 'শত্রম্ন' ছিল যে বিজেপি, তাদের সঙ্গী করেই 'সিংহাসনে' বসলেন জেডিইউ প্রধান। বুঝিয়ে দিলেন ক্ষমতার রাজনীতিতে চিরকালীন শত্রম্ন-মিত্র বলে কিছু হয় না। ফলে বার বার জোট বদলেছেন। বিজেপির হাত ছেড়েছেন, আবার ধরেছেনও। মাঝে ধরেছিলেন অতীতের প্রধান প্রতিপক্ষ রাষ্ট্রীয় জনতা দলের হাত। রোববার চতুর্থবার বিজেপির হাত ধরে বিহারের মুখ্যমন্ত্রী হলেন নীতিশ। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- গেরুয়া দলের (বিজেপি) সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তথ্যসূত্র : ইনডিয়ান এক্সপ্রেস
রাজ্যপালের কাছে সকালেই গিয়েছিলেন পদত্যাগপত্র জমা দিতে। বিকালে সেই রাজ্যপালই আবার মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ালেন নীতিশ কুমারকে। এই সময়ের মধ্যে বদল হল জোটসঙ্গী। আরজেডি ও কংগ্রেসের জোট ছেড়ে বিকালে বিজেপির সমর্থনে নবমবার বিহারের মুখ্যমন্ত্রী হলেন নীতিশ। লোকসভা ভোটের আগে নীতিশের এই ভোলবদল তথা রং বদলকে 'গিরগিটি'র সঙ্গে তুলনা করেছে কংগ্রেস। অন্যদিকে, আরও একবার এনডিএ জোটসঙ্গী হওয়ায় স্বাগত জানাচ্ছে বিজেপি। যদিও পশ্চিমবঙ্গের বিজেপি নেতা দিলীপ ঘোষ নীতিশকে কটাক্ষ করেছেন। মেদিনীপুরের বিজেপি এমপি বলেন, 'নীতিশ কুমারের রাজনৈতিক ক্যারিয়ার শেষ হতে চলেছে, তা নিয়ে কোনো দ্বিধা নেই।'
কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেন, 'নীতিশ কুমার গিরগিটির মতো রং বদলান। পশ্চিমবঙ্গ হয়ে বিহারে ঢুকবে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা। এর আগে দৃষ্টি ঘোরানোর জন্যই বিজেপির এই কৌশল।' আরও বলেন, 'বিহারের মানুষ এই বিশ্বাসঘাতকতার জবাব দেবে।' মলিস্নকার্জুন খাড়্গে তোপ দাগেন, 'দেশে এ রকম অনেক নেতা আছেন, যারা আয়া রাম, গয়া রাম।'