তুরস্ককে এফ-১৬ যুদ্ধবিমান দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে আমেরিকা। সুইডেনকে ন্যাটোয় যোগ দেওয়ার বিষয়টি অনুমোদনের পর তুরস্ককে যুদ্ধবিমান সরবরাহের অনুমোদন দিল আমেরিকা। এ ছাড়া গ্রিসের কাছেও এফ-৩৫ বিক্রির অনুমোদন দিয়েছে বাইডেন প্রশাসন।
চলতি সপ্তাহে ন্যাটোয় সুইডেনের সদস্য পদের বিষয়ে তুর্কি সরকারের অনুমোদনের পর বাইডেন প্রশাসন এমন অনুমোদন দিল। এই পদক্ষেপটি ন্যাটো জোটের সম্প্রসারণের একটি উলেস্নখযোগ্য অগ্রগতি, যা ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর থেকে অতিরিক্ত গুরুত্ব পেয়েছে।
শুক্রবার আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয় তুরস্কের কাছে ২৩ বিলিয়ন ডলারের এফ-১৬ যুদ্ধবিমান বিক্রির অনুমোদনের বিষয়টি কংগ্রেসকে অবহিত করেছে। এ ছাড়া গ্রিসের কাছে ৮.৬ বিলিয়ন ডলারের এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদনের কথাও কংগ্রেসকে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।
মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোয় সুইডেনের সদস্য পদে তুরস্কের অনুমোদনের কয়েক ঘণ্টা পরই এমন ঘোষণা দিল আমেরিকা।
নতুন ঘোষণা অনুযায়ী তুরস্ককে ৪০টি এফ-১৬ যুদ্ধবিমান দেবে আমেরিকা। এ ছাড়া আগের এফ-১৬ বহরের মধ্যে ৭৯টি আধুনিকীকরণের সরঞ্জামও দেওয়া হবে।
তথ্যসূত্র : এপি