শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১
ইসরাইল-হামাস

চুক্তির জন্য সিআইএ প্রধানকে পাঠাচ্ছেন বাইডেন

যাযাদি ডেস্ক
  ২৮ জানুয়ারি ২০২৪, ০০:০০
চুক্তির জন্য সিআইএ প্রধানকে পাঠাচ্ছেন বাইডেন

হামাসের হাতে বন্দি থাকা অবশিষ্ট জিম্মিদের উদ্ধার এবং ইসরাইল-হামাসের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি সম্পাদনে মধ্যস্থতা করার জন্য এবার আমেরিকার শীর্ষ গোয়েন্দা সংস্থা সিআইএ'র প্রধান উইলিয়াম বার্নসকে পাঠাচ্ছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। তথ্যসূত্র : আনাদলু নিউজ

কিছুদিনের মধ্যে ইউরোপে এই ইসু্যতে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। সেই বৈঠকে উপস্থিত থাকবেন ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বারনিয়া, মিসরের গোয়েন্দা সংস্থার প্রধান আব্বাস কামেল এবং কাতারের প্রধানমন্ত্রী আবদুলরহমান আল-থানি। তবে কবে এবং ইউরোপের কোথায় সেই বৈঠক হবে, তা জানাননি মার্কিন কর্মকর্তারা।

শুক্রবার হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে মার্কিন প্রেসিডেন্টর জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জন কিরবিকে সাংবাদিকরা এ বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, 'এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বৈঠক। জিম্মিদের মুক্তি সংক্রান্ত চুক্তি নবায়ন এবং গাজায় শান্তি স্থাপন সংক্রান্ত আলোচনা হবে সম্ভাব্য সেখানে।'

আলোচনা সফল হলে গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতিতে যাবে ইসরাইলি বাহিনী ও হামাসের যোদ্ধারা। সেই সঙ্গে ইসরাইল বিভিন্ন কারাগার থেকে কয়েকশ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে