বিমান দুর্ঘটনার জন্য নিরাপত্তা পরিষদে রাশিয়া

প্রকাশ | ২৭ জানুয়ারি ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
ইউক্রেন সীমান্তের কাছে গত বুধবার একটি রুশ সামরিক বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় মস্কো নিরাপত্তা পরিষদে গেছে। কিয়েভও বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদে রাশিয়াকে দোষারোপ করেছে। জাতিসংঘে রাশিয়ার প্রতিনিধি দিমিত্রি পলিয়ানস্কি বলেন, 'আমাদের কাছে যেসব তথ্য রয়েছে, তাতে দেখা যাচ্ছে, আমরা একটি পূর্বপরিকল্পিত অপরাধের চিন্তাভাবনা নিয়ে কাজ করেছি।' পলিয়ানস্কির প্রতিনিধি দল জরুরি বৈঠকটির জন্য অনুরোধ জানান। তথ্যসূত্র : এএফপি বন্দি বিনিময়ের পরিকল্পনানুযায়ী আটক ৬৫ জন ইউক্রেনীয় সেনাকে নিয়ে আইএল-৭৬ পরিবহন বিমানটি যাওয়ার প্রাক্কালে কিয়েভকে বিমানটি ভূপাতিত করার জন্য অভিযুক্ত করেছে মস্কো। পলিয়ানস্কি বলেন, ইউক্রেনের নেতৃত্ব রুটটি খুব ভালোভাবে চিনত। বন্দি বিনিময়ের জায়গায় নিয়ে যাওয়ার উপায় সম্পর্কেও তারা অবগত ছিল। পশ্চিমা ভূ-রাজনৈতিক স্বার্থে ইউক্রেনকে তার সেনাদের বলিদানের জন্য অভিযুক্ত করে তিনি বলেন, এটি উভয় পক্ষের মধ্যে প্রথম বন্দি বিনিময় ছিল না। তবে এবার কিয়েভ কোনো অজানা কারণে প্রক্রিয়াটিকে নাশকতামূলক করার সিদ্ধান্ত নেয় এবং এটি ছিল সম্ভবত সবচেয়ে বর্বর অবলম্বন। বিমানটি ধ্বংসের চক্রান্তের পেছনে রাশিয়ার বিরুদ্ধে পাল্টা অভিযোগ এনেছে ইউক্রেনও।