হুতিদের হামলার লাগাম টেনে ধরতে ইরানকে চাপ চীনের
প্রকাশ | ২৭ জানুয়ারি ২০২৪, ০০:০০
যাযাদি ডেস্ক
লোহিত সাগরে ইসরাইল সংশ্লিষ্ট সব জাহাজকে লক্ষ্যবস্তু করছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। এর জেরে ইরান-সমর্থিত এই গোষ্ঠীর অবস্থানগুলোতে দফায় দফায় হামলা চালাচ্ছে আমেরিকা। তবে এতে বন্ধ হয়নি হামলা। আর এবার লোহিত সাগরে হুতিদের হামলার লাগাম টেনে ধরতে ইরানকে চাপ দিয়েছে চীন। আর সেটি না হলে বেইজিংয়ের সঙ্গে তেহরানের বাণিজ্যিক সম্পর্ক ক্ষতির মুখে পড়তে পারে বলেও জানানো হয়েছে। এর আগে হুতিদের হামলা বন্ধে ইরানকে রাজি করাতে চীনের দ্বারস্থ হয়েছিল আমেরিকা। তথ্যসূত্র : রয়টার্স
হুতিদের লাগাম টেনে ধরতে বা বেইজিংয়ের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কের সম্ভাব্য ক্ষতির ঝুঁকি নিতে ইরানি কর্মকর্তাদের জানিয়ে দিয়েছেন চীনা কর্মকর্তারা। চারটি ইরানি সূত্র এবং বিষয়টি সম্পর্কে অবগত একজন কূটনীতিক একথা জানিয়েছেন।
লোহিত সাগরে একের পর এক জাহাজে হামলা এবং চীন-ইরানের মধ্যে বাণিজ্য সম্পর্ক নিয়ে বেইজিং ও তেহরানে অনুষ্ঠিত সাম্প্রতিক বেশ কয়েকটি বৈঠকে আলোচনা হয়েছে বলে ইরানি সূত্রগুলো জানিয়েছে। তবে এসব বৈঠক কখন অনুষ্ঠিত হয়েছিল বা কারা তাতে অংশ নিয়েছিলেন সে সম্পর্কে বিস্তারিত জানাতে অস্বীকার করেছেন তারা।
বৈঠক ও সেখানে হওয়া আলোচনার বিষয়ে জানেন এমন এক ইরানি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, 'মূলত, চীন বলেছে- আমাদের স্বার্থ যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তা তেহরানের সঙ্গে আমাদের ব্যবসায় প্রভাব ফেলবে। তাই হুতিদের বলুন সংযত থাকতে।'
চীনের কর্মকর্তারা অবশ্য হুতি হামলায় বেইজিংয়ের স্বার্থ ক্ষতিগ্রস্ত হলে ইরানের সঙ্গে বেইজিংয়ের বাণিজ্যিক সম্পর্ক কীভাবে প্রভাবিত হতে পারে, সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট মন্তব্য বা হুমকি দেননি বলে চারটি ইরানি সূত্র জানিয়েছেন।
গত এক দশক ধরে চীন ইরানের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার হলেও তাদের সেই বাণিজ্য সম্পর্ক একমুখী। চীনা তেল শোধনাকারীরা গত বছর ইরানের অপরিশোধিত তেলের মোট রপ্তানির ৯০ শতাংশের বেশি কিনেছিল বলে 'ট্রেড অ্যানালিটিক্স ফার্ম কেপলারের ট্যাঙ্কার ট্র্যাকিং ডেটা'য় দেখা গেছে।
ব্যাপক মার্কিন নিষেধাজ্ঞার কারণে বিশ্বজুড়ে অন্যান্য অনেক গ্রাহক ইরানের তেল কেনা থেকে দূরে ছিল এবং এতে করে চীনা সংস্থাগুলো বেশ বড় ডিসকাউন্টে (মূল্যছাড়) ইরানি তেল কিনে লাভবান হয়। যদিও ইরানের তেল চীনের অপরিশোধিত আমদানির মাত্র ১০ শতাংশ পূরণ করতে পারে। এছাড়া বেইজিংয়ের সরবরাহকারীদের নেটওয়ার্ক বিশ্বের অন্য কোথাও থেকে ঘাটতি পূরণ করে।