মমতার ভিন্ন সুর

'ভারত জোড়ো ন্যায় যাত্রা' পশ্চিমবঙ্গে

সোনিয়ার জরুরি তলব : ন্যায় যাত্রায় কাটছাঁট করে দিলিস্নতে রাহুল

প্রকাশ | ২৬ জানুয়ারি ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
কংগ্রেস নেতা রাহুল গান্ধী
ভারতের আসাম রাজ্যের সীমানা পেরিয়ে বৃহস্পতিবার সকালে পশ্চিমবঙ্গে পৌঁছেছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর 'ভারত জোড়ো ন্যায় যাত্রা'। পশ্চিমবঙ্গের কোচবিহারের বক্সিরহাটে কংগ্রেসের নেতা রাহুল গান্ধীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের কংগ্রেস সভাপতি তথা বহরমপুর কেন্দ্রে এমপি অধীর রঞ্জন চৌধুরীসহ প্রদেশ কংগ্রেসের নেতা ও কর্মীরা। এদিকে, কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর জরুরি তলবের পরিপ্রেক্ষিতে ন্যায় যাত্রায় কাটছাঁট করে দিলিস্ন ফিরে গেছেন রাহুল। তথ্য সূত্র : এবিপি নিউজ, ইনডিয়ান এক্সপ্রেস গত ১৪ জানুয়ারি ভারতের মণিপুরের ইম্ফল থেকে শুরু হয় কংগ্রেসের ?'ভারত জোড়ো ন্যায় যাত্রা'। মণিপুর, আসাম, মেঘালয় হয়ে ফের আসাম হয়ে পশ্চিমবঙ্গের কোচবিহারে প্রবেশ করে এই কর্মসূচি। প্রদেশ কংগ্রেস সূত্র জানিয়েছে, রাহুল গান্ধীর এই যাত্রা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ঘোরার পরিকল্পনা রয়েছে। কোচবিহারে পৌঁছে রাহুল গান্ধী এক জনসভায় অংশ নেন। সে সময় তিনি বলেন, "বিজেপি ও আরএসএস পুরো দেশে অন্যায় করছে, হিংসা ছড়াচ্ছে। আর সে জন্যই 'ইনডিয়া' জোট ন্যায়ের জন্য লড়াই করছে। এবার আমরা এই যাত্রায় ন্যায় শব্দটি যুক্ত করেছি, কারণ দেশে অন্যায় হচ্ছে। পশ্চিমবঙ্গে আমাদের কর্মীরা যেভাবে আমাকে স্বাগত জানিয়েছেন, সে জন্য তাদের ধন্যবাদ।" তবে কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধীর ??'ভারত জোড়ো ন্যায় যাত্রা' পশ্চিমবঙ্গে কোচবিহারে প্রবেশ করার পর তৃণমূল কংগ্রেসের নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'ওরা যে আজ থেকে যাত্রা করছে, সেটা আমাদের একবারও জানায়নি। এটা একটা বিশ্বাসের ব্যাপার, আমি ইনডিয়া অ্যালায়েন্সের জোটের সঙ্গী। আমাকে একবারও জানিয়েছে কি যে, দিদি আপনার রাজ্যে যাচ্ছি! না জানায়নি।' প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সুমন রায় চৌধুরী জানিয়েছেন, 'যিনি একবার বিশ্বাসঘাতকতা করেন, তিনি সবসময় বিশ্বাসঘাতকতা করেন। মাননীয়ার ইতিহাস আছে। তিনি কংগ্রেসের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, তিনি ইনডিয়া জোটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবেন- এটাই স্বাভাবিক ব্যাপার।' সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, সবাই জানে 'ভারত জোড়ো ন্যায় যাত্রা'র বিষয়ে। একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না। কেননা, আরএসএস উনাকে বলেছে যে, আপনি এখন রাহুল গান্ধীর সম্পর্কে একটু বিষোদ্গার করুন, উনি বিষোদ্গার করছেন। কেননা, উনি চান না, বিজেপির বিরুদ্ধে লড়াই করতে। উনি চাইছেন, বিজেপিকে সুবিধা করে দিতে, সেই কারণেই এ ধরনের বক্তব্য রাখছেন।' সোনিয়ার জরুরি তলব : ন্যায় যাত্রায় কাটছাঁট করে দিলিস্নতে রাহুল এদিকে, পশ্চিমবঙ্গে আপাতত করা হয়েছে স্থগিত কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রা। বৃহস্পতিবার দুপুরেই তড়িঘড়ি কর দিলিস্ন ফিরে গেছেন রাহুল। সূত্রের খবর, সোনিয়া গান্ধী জরুরি তলব করেছেন তাকে। দুপুরেই হাসিমারা থেকে বিশেষ বিমানে রওনা দিয়েছেন কংগ্রেসের সাবেক সভাপতি। এদিন রাতেই যাত্রা মাঝপথে স্থগিত করে দিলিস্ন ফিরে যাওয়ার কথা ছিল তার। কিন্তু মাঝপথে, পশ্চিমবঙ্গে ঢোকার কয়েক ঘণ্টার মধ্যেই তড়িঘড়ি সোনিয়া-পুত্রের এই দিলিস্নযাত্রা ঘিরে রাজনৈতিক কানাঘুষা শুরু হয়েছে। প্রাথমিকভাবে খবর শোনা গিয়েছিল, কংগ্রেস নেত্রী অসুস্থ। তাই হয়তো ফিরে যাচ্ছেন রাহুল। কিন্তু পরে জানা যায়, সোনিয়া গান্ধীই জরুরি তলব করেছেন। আর এই তলব নিয়ে শুরু হয়েছে আলোচনা। কারণ, লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই বড় হচ্ছে ইনডিয়া জোটের ফাটল। এরই মধ্যে পশ্চিমবঙ্গে 'একলা চলো' নীতি নিয়েছে তৃণমূল। পাঞ্জাবেও 'হাত' ছেড়েছে আম আদমি পার্টি (আপ)। কংগ্রেসের সঙ্গে দূরত্ব বাড়ছে বিহারের নীতিশ কুমারেরও। অথচ বিজেপির বিরুদ্ধে সবাইকে নিয়ে লড়তে চায় কংগ্রেস। সূত্রের খবর, বিশেষ করে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশেষ গুরুত্ব দিচ্ছেন তারা। এমন পরিস্থিতিতে তৃণমূলের অবস্থান নিয়ে চিন্তা বেড়েছে 'হাত শিবিরে'। ধারণা করা হচ্ছে, পশ্চিমবঙ্গে ন্যায় যাত্রা নিয়ে কৌশল ঠিক করতেই তড়িঘড়ি তলব করা হয়েছে রাহুলকে। তবে এ বিষয়ে কংগ্রেসের পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি।