ইসরাইল মঙ্গলবার গাজা ভূখন্ডে তাদের ২৪ জন সৈন্য নিহত হওয়ার খবর জানিয়েছে। হামাস নির্মূলে গাজায় অভিযান শুরুর পর থেকে, এটা হলো, ইসরাইলি সামরিক বাহিনীর জন্য সবচেয়ে খারাপ দিনগুলোর একটি। ইসরাইলি সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি সাংবাদিকদের জানান, সোমবার ২১ জন সৈন্য দু'টি ভবন ধ্বংস করার প্রস্তুতি নিচ্ছিল। এ সময়, কাছাকাছি অবস্থান থেকে এক ব্যক্তি ট্যাংক লক্ষ্য করে একটি রকেট নিক্ষেপ করে। ফলে ভবনে থাকা বিস্ফোরক বিস্ফোরিত হয়। এতে ভবনটি ইসরাইলি সৈন্যদের ওপর ধসে পড়ে। এছাড়া একটি পৃথক হামলায় আরও তিন জন সৈন্য নিহত হয় বলে জানান তিনি। সামরিক বাহিনী এই মর্মান্তিক ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োযভ গ্যালান্ট মঙ্গলবার সকালে এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) এ ঘটনাকে 'কঠিন ও বেদনাদায়ক সকাল' বলে উলেস্নখ করেছেন। ইসরাইলি বাহিনী গাজার দক্ষিণাঞ্চলে ব্যাপক বোমা হামলা চালিয়েছে। আর গাজার স্বাস্থ্য কর্মকর্তারা ইসরাইলের বিরুদ্ধে অভিযোগ করেছেন যে, তারা স্বাস্থ্য স্থাপনায় হামলা চালিয়েছে।