রোববার, ১৭ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

ইউক্রেনে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার

যাযাদি ডেস্ক
  ২৫ জানুয়ারি ২০২৪, ০০:০০
ইউক্রেনে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার

ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন, রাশিয়া মঙ্গলবার দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে কমপক্ষে চারজন নিহত হয়েছেন। আর, আহত হয়েছেন ৬০ জনের বেশি মানুষ। এই হামলায় কিয়েভ ও খারকিভের অসংখ্য আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়ার নিক্ষেপ করা ৪১টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ২১টি ভূপাতিত করেছে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। রাশিয়ার এই হামলার লক্ষ্য ছিল রাজধানী কিয়েভ এবং ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলের শহর খারকিভ। খারকিভের আঞ্চলিক গভর্নর ওলেহ সিনেহুবভ জানান, হামলায় তিনজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৪২ জন। এদিকে, হামলায় ৩০টি অ্যাপার্টমেন্ট ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন খারকিভের মেয়র ইহর তেরেখভ। খারকিভের মেয়র ইহোর তেরেকভ জানান, রুশ হমলায় ৩০টি অ্যাপার্টমেন্ট ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। কিয়েভের মেয়র ভিতালি ক্লিটসকো জানিয়েছেন, রাজধানীর বেশ কয়েকটি এলাকায় হামলা চালানো হয়েছে। এসব হামলায় অন্তত ২০ জন আহত হয়েছেন। এ ছাড়া, নিপ্রোপেট্রোভস্ক এলাকার পূর্বাঞ্চলীয় শহর পাভলোহরাদ-এ একজন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। ইউক্রেনের জন্য একটি নতুন সহায়তা প্যাকেজ নিয়ে কংগ্রেসে কিছু রিপাবলিকান সদস্যের বিরোধিতার পরও প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের সামরিক বাহিনীকে সমর্থন দেওয়ার বিষয়ে আলোচনার জন্য ইউক্রেন ডিফেন্স কনট্যাক্ট গ্রম্নপের সর্বশেষ বৈঠক আহ্বান করেন। পেন্টাগণের মুখপাত্র সাবরিনা সিং বলেছেন, যুক্তরাষ্ট্র যখন ইউক্রেনকে সহায়তার বিষয়ে প্রতিশ্রম্নতিবদ্ধ; তখন দেশটিকে সমর্থনের জন্য আইনপ্রণেতাদের আরও তহবিল অনুমোদন করা দরকার। কেননা, দেশটি রাশিয়ার বিরুদ্ধে লড়ছে। ইউক্রেনের জন্য অতিরিক্ত ৬,১৪০ কোটি ডলার সামরিক তহবিল চেয়েছেন বাইডেন। সোমবার নিউইয়র্কে, ইউক্রেন নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে যোগ দিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। রাশিয়ার অনুরোধে এই বৈঠক আহ্বান করা হয়। বৈঠকে ল্যাভরভ, যুক্তরাষ্ট্র ও ইউরোপের পক্ষ থেকে ইউক্রেনকে দেওয়া অস্ত্র সহায়তার ওপর গুরুত্বারোপ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে