চীনের ইউনান প্রদেশে ভয়াবহ ভূমিধসের এক ঘটনায় দুইজন নিহত ও অন্তত ৪০ জন নিখোঁজ রয়েছেন। উদ্ধারকর্মীরা শূন্যের নিচে তুষারাচ্ছন্ন আবহাওয়ার মধ্যে উদ্ধার কাজ শুরু করেছেন। সোমবার স্থানীয় সময় ভোর ৫টা ৫১ মিনিটের দিকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশটির জাওথং শহরে ঘটনাটি ঘটে।
রাষ্ট্রায়ত্ত 'চায়না সেন্ট্রাল টেলিভিশন'র (সিসিটিভি) খবরে বলা হয়েছে, ভূমিধসের পর দুটি গ্রামের ১৮টি বাড়ির অন্তত ৪৭ জন নিখোঁজ হন। পরে দুপুরের দিকে তাদের মধ্যে দুইজনকে মৃত পাওয়া যায়। একটি পাহাড়ের পাদদেশে পর্বতের বাদামি মাটিতে বাড়িগুলো চাপা পড়ে।
এক প্রত্যক্ষদর্শী বলেন, পর্বতের একটি অংশ ধসে পড়ে বহু মানুষ চাপা পড়েছেন।
তার চার স্বজন আবর্জনার নিচে চাপা পড়েছে বলে জানান তিনি। তারা তাদের বাড়িতে ঘুমিয়ে ছিলেন বলে জানান তিনি। তথ্যসূত্র : রয়টার্স