শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

কারখানায় বিস্ফোরণে নিহত ৮ চীনে

যাযাদি ডেস্ক
  ২১ জানুয়ারি ২০২৪, ০০:০০
কারখানায় বিস্ফোরণে নিহত ৮ চীনে

চীনের একটি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটনায় কমপক্ষে আটজন নিহত হয়েছেন। দেশটির পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের একটি কারখানায় শুক্রবার বিস্ফোরণের এ ঘটনা ঘটে।

'সিনহুয়া নিউজ এজেন্সি'র এক প্রতিবেদনে জানানো হয়েছে, সাংহাই থেকে ১৮০ কিলোমিটার উত্তর-পশ্চিমের চাংঝো শহরের একটি ধাতব পণ্য কারখানার ওয়ার্কশপে স্থানীয় সময় শুক্রবার মধ্যরাত ৩টা ৩৮ মিনিটে বিস্ফোরণের ঘটনা ঘটে।

ওই প্রতিবেদনে বলা হয়, শেনরং মেটাল টেকনোলজি লিমিটেডের প্রোডাকশন ওয়ার্কশপে বিস্ফোরণে আটজন নিহত এবং আরও আটজন আহত হয়েছেন।

কী কারণে ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত নয়। এ বিষয়ে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। চীনে শিল্প-কারখানাগুলোয় দুর্ঘটনা সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সেখানে নিরাপত্তা বিধি ঠিকভাবে পালন না করায় প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।

এর আগে গত বছরের মে মাসে চীনের পূর্বাঞ্চলীয় শানডং প্রদেশের লিয়াওচেং শহরে হাইড্রোজেন পারঅক্সাইড তৈরির কারখানায় বিস্ফোরণে ৯ জন নিহত হন। এ ছাড়া গত বছরের নভেম্বরে চীনের মধ্যাঞ্চলীয় হেনান প্রদেশের একটি কারখানায় ২০ জনেরও বেশি মানুষ নিহত হন। তথ্যসূত্র : এএফপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে