শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১
দ্বি-রাষ্ট্র তত্ত্ব

নেতানিয়াহুর বক্তব্য ভুলভাবে উপস্থাপিত হয়েছে :বাইডেন

যাযাদি ডেস্ক
  ২১ জানুয়ারি ২০২৪, ০০:০০
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত বৃহস্পতিবার ফিলিস্তিন সংকট সমাধানে দ্বি-রাষ্ট্র তত্ত্ব নিয়ে যে বক্তব্য দিয়েছেন, তা ভুলভাবে উপস্থাপিত হয়েছে বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে এ ইসু্যতে নিজের অবস্থান তুলে ধরেন তিনি। তথ্যসূত্র : ভয়েস অব আমেরিকা

মার্কিন প্রেসিডেন্ট বলেন, 'আমার মনে হয় তিনি (নেতানিয়াহু) 'দ্বি-রাষ্ট্রে সমাধান হবে না'- এমন কথা তিনি বলতে চাননি। তার বক্তব্য ভুলভাবে আমাদের সামনে এসেছে। বিশ্বের ইতিহাসে বিভিন্ন ধরনের দ্বি-রাষ্ট্র সমাধান রয়েছে। তা থেকে একটি তাকে গ্রহণ করতে হবে এবং সম্ভবত তিনি তা করবেন। আর গাজা কিংবা ফিলিস্তিনকে নিরস্ত্রকরণ নিয়ে তিনি যা বলেছেন, জাতিসংঘে এমন বেশ কয়েকটি সদস্য রাষ্ট্র রয়েছে, যাদের নিজস্ব সেনাবাহিনী নেই। কোনো ভূখন্ডকে রাষ্ট্র হতে হলে তার নিজস্ব সেনাবাহিনী থাকতেই হবে, এমন কোনো আবশ্যিক বাধ্যবাধকতা নেই। আমি মনে করি এই ইসু্য নিয়ে আমরা (আমেরিকা ও ইসরাইল) অদূর ভবিষ্যতে আরও কাজ করতে পারব।'

গত বৃহস্পতিবার ইসরাইলের তেল আবিব শহরে এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু স্পষ্ট জানিয়ে দেন, 'জর্ডান নদীর পশ্চিমে পুরো এলাকার নিরাপত্তায় ইসরাইলের নিয়ন্ত্রণেই থাকতে হবে।' ফিলিস্তিনিদের জন্য আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠার পরিকল্পনায় ওই এলাকাও রয়েছে। সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন, 'এটি একটি গুরুত্বপূর্ণ শর্ত এবং এটি (ফিলিস্তিন রাষ্ট্রের) সার্বভৌমত্বের ধারণার সঙ্গে সাংঘর্ষিক। আমি বিষয়টি আমার মার্কিন বন্ধুদের জানিয়েছি এবং ইসরাইলের নিরাপত্তা ক্ষতিগ্রস্ত করতে পারে, এমন বাস্তবতা চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা থামিয়ে দিয়েছি।'

ইসরাইলের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রীর পদে থাকা বেনিয়ামিন নেতানিয়াহু তার গোটা রাজনৈতিক জীবন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের বিরোধিতা করে কাটিয়েছেন। গত মাসে তা গর্ব করে ঘোষণাও করেছিলেন তিনি। ফলে তার এই মন্তব্য খুব একটা অপ্রত্যাশিত ছিল না।

তবে ইসরাইলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও বিশ্বস্ত মিত্র আমেরিকা নেতানিয়াহুর এই বক্তব্যকে সমর্থন জানায়নি। শুক্রবার বাইডেন প্রশাসনের অন্তত তিনজন উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের আল-আকসা অঞ্চলে দ্বি-রাষ্ট্র সমাধানের পক্ষে তৎপরতা অব্যাহত রাখবে ওয়াশিংটন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে