গাজায় আগ্রাসন

ইসরাইলের ইচ্ছাকৃত যুদ্ধাপরাধের প্রমাণ নেই :আমেরিকা

ইসরাইলি হামলায় গাজায় প্রতি ঘণ্টায় দুইজন করে মায়ের প্রাণহানি ঘটছে :জাতিসংঘ

প্রকাশ | ২১ জানুয়ারি ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
সিরিয়ার রাজধানী দামেস্কের মাজ্জেহ এলাকায় একটি আবাসিক ভবনে শনিবার সকালে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইল। হামলায় ভবনটি ধ্বংসস্তূপে পরিণত হয় -আল-জাজিরা
আমেরিকা দাবি করেছে, ইসরাইল অবরুদ্ধ গাজা উপত্যকায় ইচ্ছাকৃতভাবে কোনো যুদ্ধাপরাধ করেনি এবং এ বিষয়ে কোনো প্রমাণও নেই। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পরিষদের মুখপাত্র জন কারবি শুক্রবার সাংবাদিকদের কাছে এই দাবি করেছেন। অথচ যেদিন তিনি এই দাবি করেছেন সেদিনই জাতিসংঘ দাবি করেছে, ইসরাইলি হামলায় গাজায় প্রতি ঘণ্টায় দুইজন করে মায়ের প্রাণহানি ঘটছে। এদিকে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরাইলের আক্রমণে গাজায় ১৪২ জন ফিলিস্তিনি নিহত ও ২৭৮ জন আহত হয়েছেন। তথ্যসূত্র : আল-জাজিরা, পার্স টুডে, রয়টার্স অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের ওপর জায়নবাদী ইসরাইলের বর্বর আগ্রাসন এবং যুদ্ধাপরাধের বিষয়ে তদন্ত করার জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রতি মেক্সিকো ও চিলি যে আহ্বান জানিয়েছে, সে সম্পর্কে জন কারবি বলেন, 'আমেরিকা এখনো আরও তথ্য সংগ্রহ করছে যে, এতে কী অন্তর্ভুক্ত হবে।' যুদ্ধপরাধ নিয়ে জন কারবি জোর দিয়ে বলেন, 'আমাদের কাছে এমন কোনো তথ্য-প্রমাণ নেই, যা গাজায় ইসরাইলের ইচ্ছাকৃত যুদ্ধাপরাধের প্রমাণ বহন করে।' গত সাড়ে তিন মাসের আগ্রাসনে জায়নবাদী ইসরাইলের দখলদার সেনারা গাজা উপত্যকায় প্রায় ২৫ হাজার মানুষকে হত্যা করেছে, যার ৭০ ভাগের বেশি নারী ও শিশু। এছাড়া ৬০ হাজারের বেশি মানুষ মারাত্মকভাবে আহত হয়েছেন, যাদের অনেকেই চিরজীবনের জন্য পঙ্গুত্ববরণ করবেন। এছাড়া ইসরাইলি আগ্রাসনে ৮৫ শতাংশ মানুষ ঘরবাড়ি ছাড়া হয়েছে। পাশাপাশি ইসরাইলি সেনারা গাজার হাসপাতাল, চিকিৎসা, শিক্ষাপ্রতিষ্ঠান, বসতবাড়ি, মসজিদ, গির্জাসহ সব ধরনের বেসামরিক প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ধ্বংস করেছে। এছাড়া নিরপরাধ মানুষের কাছে আন্তর্জাতিক অঙ্গন থেকে আসা মানবিক ত্রাণ সহায়তা পৌঁছানোর ক্ষেত্রেও বাধা সৃষ্টি করেছে। এত অপরাধ ও বর্বরতা চালানোর পরেও আমেরিকা বলছে- ইসরাইল কোনো যুদ্ধাপরাধ করেনি। অথচ এরই মধ্যে বিশ্বের বহু দেশ ইসরাইলের বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধ সংঘটনের অভিযোগ এনেছে এবং এই অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে দক্ষিণ আফ্রিকা ইসরাইলের বিরুদ্ধে মামলা করেছে। গত ১১ ও ১২ জানুয়ারি হেগের আদালতে মামলার প্রাথমিক শুনানি হয়েছে। গাজায় প্রতি ঘণ্টায় দুইজন মা নিহত হচ্ছেন : জাতিসংঘ এদিকে, ইসরাইলের নির্বিচার হামলায় ফিলিস্তিনি ছিটমহল গাজায় প্রতি ঘণ্টায় গড়ে দুইজন করে মা নিহত হচ্ছেন বলে জানিয়েছে জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা। শুক্রবার সংস্থাটি জানিয়েছে, যুদ্ধবিধ্বস্ত গাজায় এ পর্যন্ত প্রায় ১৬ হাজার নারী ও শিশু নিহত হয়েছেন, ভূখন্ডটিতে ইসরাইলের যুদ্ধের প্রধান শিকার তারা। গাজায় যারা নিহত হয়েছেন, তাদের ৭০ শতাংশ নারী ও মেয়ে শিশু। গত ৭ অক্টোবর গাজায় ইসরাইলি হামলা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ১০ হাজার শিশু তাদের পিতাদের হারিয়েছে। যারা বাস্তুচু্যত হয়েছে, তাদের মধ্যে ১০ লাখ নারী ও বালিকা রয়েছে। নারী ও বালিকারা নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, আশ্রয় বঞ্চিত হচ্ছে। আর এখন তারা 'অনাহার ও আসন্ন দুর্ভিক্ষের মুখোমুখি হচ্ছে' উলেস্নখ করে সংস্থাটি উদ্বেগ প্রকাশ করেছে। সংস্থাটির নির্বাহী পরিচালক সিমা বাহাউস এক বিবৃতিতে বলেন, 'এই ১০০ দিনে ফিলিস্তিনি জনগণের ওপর প্রজন্মগত ট্রমা সঞ্চালিত হয়েছে আর তা অব্যাহত আছে, এটি আগামী কয়েক প্রজন্ম ধরে আমাদের তাড়িত করবে। আজ আমরা গাজার নারী ও মেয়েদের অবস্থা নিয়ে যতই আহাজারি করি না কেন, বাধাহীন মানবিক সহায়তা এবং এই ধ্বংসযজ্ঞ ও হত্যার সমাপ্তি না ঘটলে পরেও আমাদের আহাজারি করতে হবে।'