গুজরাটে নৌকা ডুবে ১২ শিক্ষার্থীসহ নিহত ১৪

প্রকাশ | ২০ জানুয়ারি ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
ভারতের গুজরাট রাজ্যের একটি লেকে নৌকাডুবির পর অন্তত ১২ স্কুল শিক্ষার্থী ও দুই শিক্ষকের ডুবে মৃতু্য হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। বৃহস্পতিবার স্কুল থেকে পিকনিকে গিয়ে তারা এই শোচনীয় ঘটনার শিকার হয়। ওই দিন বিকালের দিকে শিক্ষার্থীরা ও তাদের ওই দুই শিক্ষক নৌকা নিয়ে বারোদা শহরের নিকটবর্তী হার্নি লেক পার হচ্ছিল। পুলিশ বলেছে, লেকটি থেকে এ পর্যন্ত ১৪টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, নৌকাটিতে প্রায় ২৭ জন ছিল, তাদের মধ্যে ২৩ জন শিক্ষার্থী ও চারজন শিক্ষক। বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার তৎপরতা চলমান আছে। কীভাবে নৌকাডুবির এ ঘটনাটি ঘটেছে, তা পরিষ্কার হয়নি। তবে ধারণ ক্ষমতার অতিরিক্ত মানুষ ওঠায় নৌকাটি ডুবে গেছে বলে ধারণা করা হচ্ছে। সবাই বারোদার নিউ সানরাইজ স্কুলের শিক্ষার্থী। তাদের সবার বয়স সাত থেকে ১৩ বছরের মধ্যে। নৌকায় ওঠার পর তাদের কাউকেই লাইফ জ্যাকেট দেওয়া হয়নি। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, কর্তব্যে অবহেলার দায়ে ১৮ জনের বিরুদ্ধে মামলা করে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বারোদা গুজরাটের প্রধান শহর আহমেদাবাদ থেকে প্রায় ১২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। তথ্যসূত্র : বিবিসি