ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর কোভিড-১৯ টিকা দেওয়ার সনদ জাল ছিল। বৃহস্পতিবার দেশটির নিয়ন্ত্রক জেনারেলের কার্যালয়ের তদন্ত রিপোর্টে এই তথ্য প্রমাণিত হয়েছে। তবে মামলাটি বন্ধ করার সুপারিশ করেছে জেনারেলের কার্যালয়।
ফেডারেল পুলিশ গত বছর বলেছিল, তারা এমন একটি স্কিম উন্মোচন করার পর এই সিদ্ধান্তে এসেছে, যেখানে বলসোনারোর শীর্ষস্থানীয় এক সহকারী বলসোনারো এবং অন্যদের জালিয়াতি টিকা সনদপত্র পাওয়ার জন্য স্বাস্থ্য ব্যবস্থা এবং সরকারি যোগাযোগের একটি নেটওয়ার্ক থেকে ট্যাপ করেছেন।
পুলিশ বলেছে, প্রমাণ রয়েছে- বলসোনারো স্বাস্থ্য মন্ত্রণালয়ের ইলেকট্রনিক টিকা রেকর্ড সিস্টেমের জালিয়াতি এন্ট্রি সম্পর্কে 'পুরোপুরি সচেতন' ছিলেন। তারা বলেছিল, তার অ্যান্টি-ভ্যাকসিন সনদপত্র আন্তর্জাতিক ভ্রমণের প্রয়োজনীয়তা এবং অন্যান্য মহামারি বিধিনিষেধ এড়াতে ব্যবহার করা হতো। তদন্তে ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নথি এবং বলসোনারোর টিকা রেকর্ডের মধ্যে অসঙ্গতি পাওয়া গেছে। এতে দেখা গেছে, তাকে সাওপাওলোতে ২০২২ সালের জুলাইয়ে কোভিড ভ্যাকসিনের একটিমাত্র ডোজ
দেওয়া হয়েছিল।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়ন্ত্রক সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, এভাবে 'সাওপাওলোতে কথিতভাবে টিকা সম্পর্কে একমাত্র রেকর্ড, যা এখনো (বলসোনারোর) টিকা কার্ডে রয়ে গেছে। টিকা নিবন্ধন করার জন্য রাষ্ট্রীয় ব্যবস্থায় প্রতারণার আশ্রয় নিয়েছিলেন বলসোনারো।' তথ্যসূত্র : এএফপি