সিঙ্গাপুরের সাবেক পরিবহণ মন্ত্রী সুব্রামানিয়াম ইশ্বরানের বিরুদ্ধে দুর্নীতির মামলা করা হয়েছে। দেশটির কয়েক দশকের সবচেয়ে উচ্চ পর্যায়ের দুর্নীতি মামলাগুলোর মধ্যে এটি একটি, যেখানে একজন মন্ত্রী যুক্ত আছেন।
বৃহস্পতিবার সিঙ্গাপুরের দুর্নীতি দমন সংস্থা 'করাপ্ট প্র্যাকটিসেস ইনভেস্টিগেশন বু্যরো' (সিপিআইবি) জানিয়েছে, ইশ্বরানের বিরুদ্ধে আদালতে এই মামলাটি করা হয়েছে।
এক বিবৃতিতে সিপিআইবি বলেছে, ইশ্বরান (৬১) ধনকুবের ব্যবসায়ী অং বেং সেং-র ব্যবসায়িক স্বার্থ দেখার বিনিময়ে ২ লাখ ৮৬ হাজার ১৮১ ডলার মূল্যের সমপরিমাণ সুবিধা নিয়েছেন।
তথ্যসূত্র : রয়টার্স