দক্ষিণ কোরিয়ার সঙ্গে পুনর্মিলন সম্ভব নয় :কিম
প্রকাশ | ১৭ জানুয়ারি ২০২৪, ০০:০০
যাযাদি ডেস্ক
দক্ষিণ কোরিয়াকে এক নম্বর শত্রম্ন রাষ্ট্র হিসেবে গণ্য করে সংবিধানে পরিবর্তনের আহ্বান জানিয়েছেন উত্তর কোরীয় নেতা কিম জং-উন। তিনি বলেছেন, দক্ষিণ কোরিয়ার সঙ্গে একত্রীকরণ আর কোনোভাবে সম্ভব নয়। তথ্যসূত্র : গার্ডিয়ান, বিবিসি
মঙ্গলবার উত্তর কোরিয়ার পার্লামেন্টে দেওয়া এক বক্তৃতায় কিম বলেন, তিনি আর বিশ্বাস করেন না, দক্ষিণ কোরিয়ার সঙ্গে একত্রীকরণ সম্ভব। সেই সঙ্গে শাসন ব্যবস্থাকে পরিবর্তন করার জন্য দক্ষিণ কোরিয়াকে অভিযুক্ত করেছেন কিম।
উত্তর কোরীয় নেতা বলেন, 'আমরা যুদ্ধ চাই না, তবে যুদ্ধ চেপে বসলে সেটা এড়ানোর মনমানসিকতা আমাদের নেই।' তিনি বলেন, পিয়ংইয়ং দুই দেশের 'ডি ফ্যাক্টো' সামুদ্রিক সীমানা স্বীকৃতি দেবে না।
'কেসিএনএ' জানিয়েছে, উত্তর কোরিয়া তিনটি সংস্থা বন্ধ করবে। তিনটি প্রতিষ্ঠান হলো- কমিটি ফর দ্য পিসফুল রিউনিফিকেশন অব দ্য কান্ট্রি, দ্য ন্যাশনাল ইকোনমিক কো-অপারেশন বু্যরো এবং ইন্টারন্যাশনাল টু্যরিজম, যা একত্রীকরণ ও আন্তঃকোরিয়ান পর্যটন তত্ত্বাবধান করে থাকে।
সম্প্রতি একের পর এক ক্ষেপণাস্ত্র চালিয়েছে উত্তর কোরিয়া। এ নিয়ে দুই দেশের সম্পর্কে বেশ টানাপড়েন শুরু হয়েছে।