বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১

এভারেস্টে উঠছে চার বছরের শিশু

যাযাদি ডেস্ক
  ১৭ জানুয়ারি ২০২৪, ০০:০০
এভারেস্টে উঠছে চার বছরের শিশু

মাত্র চার বছর বয়সে বিশ্বের সবচেয়ে উঁচু পর্বত এভারেস্টে আরোহণ শুরু করে নতুন ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে মেয়েশিশু জারা। সমুদ্রপৃষ্ঠ থেকে এভারেস্টের উচ্চতা ২৯ হাজার ২৯ ফুট। ব্রিটিশ সংবাদমাধ্যম 'মেট্রো' জানিয়েছে, বর্তমানে ১৭ হাজার ৫৯৮ ফুট উঁচুতে একটি বেস ক্যাম্পে রয়েছে জারা জেড।

চেক প্রজাতন্ত্র ও কানাডার যৌথ নাগরিক জারা অবশ্য একা এই অভিযানে যায়নি। বাবা ইফরা জেড ও সাত বছর বয়সি ভাই সাশা জেডও রয়েছে তার সঙ্গে।

তাদের অভিযান সফল হলে আর কিছুদিনের মধ্যেই সবচেয়ে কম বয়সে এভারেস্টে ওঠার রেকর্ডটি তার হয়ে যাবে।

এভারেস্টে এর আগে সবচেয়ে কম বয়সে আরোহণের রেকর্ডটি ছিল প্রিশা লোকেশ নিকাজুর। ভারতের মহারাষ্ট্রের থানে জেলার বাসিন্দা ও মেয়েশিশু প্রিশা ২০২৩ সালে মাত্র পাঁচ বছর বছর বয়সে এভারেস্টে উঠেছিল।

মাউন্ট এভারেস্টে সারা বছরই ঠান্ডা আবহাওয়া থাকে এবং শীতকালে তা হিমাঙ্কের অনেক নিচে নেমে যায়। তবে তীব্র ঠান্ডায় জারার কোনো সমস্যা হচ্ছে না বলে 'ইনস্টাগ্রাম' পোস্টে জানিয়েছে তার বড়ভাই সাশা। তথ্যসূত্র : এনডিটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে