শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

গাজায় একদিনে নিহত আরও ১৩৫ ফিলিস্তিনি

যাযাদি ডেস্ক
  ১৪ জানুয়ারি ২০২৪, ০০:০০
গাজায় একদিনে নিহত আরও ১৩৫ ফিলিস্তিনি

গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় আরও ১৩৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। শনিবার এ তথ্য জানিয়েছে গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়। নতুন করে আরও ১৩৫ জনের মৃতু্যর মাধ্যমে গত তিন মাস ধরে চলা এ যুদ্ধে প্রাণ হারিয়েছেন ২৩ হাজার ৮৪৩ ফিলিস্তিনি। তথ্যসূত্র : আল-জাজিরা

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় আহত হয়েছেন আরও ৩১২ জন। যার মধ্যে অনেকে ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন। তাদের কাছে উদ্ধারকারীরা পৌঁছাতে পারেননি। ইসরাইলের স্থল বাহিনী ও বিমান হামলায় এখন পর্যন্ত সব মিলিয়ে আহত হয়েছেন ৬০ হাজার ৩১৭ জন। তাদের মধ্যে অনেকেই জীবন-মৃতু্যর সন্নিকটে রয়েছেন।

গত ৭ অক্টোবর ইসরাইলের বিভিন্ন অবৈধ বসতি লক্ষ্য করে হামলা চালায় হামাসের যোদ্ধারা। তাদের ওই হামলায় কয়েকশ' সেনাসহ প্রায় ১ হাজার ২০০ ইসরাইলি নিহত হয়। হামাসের ওই হামলার পর গাজায় বিমান হামলা শুরু করে ইসরাইলি বাহিনী। এতে প্রতিদিনই শত শত মানুষের মৃতু্য হচ্ছে। গাজায় ইসরাইলের হামলায় প্রতিদিন গড়ে ২৫০ ফিলিস্তিনির মৃতু্য হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে