ভারতে বিলকিস বানু গণধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত ১১ জনকে কারাগারে ফেরানোর নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। এর জন্য সময়ও বেঁধে দিয়েছেন শীর্ষ আদালত। এর মধ্যেই প্রকাশ্যে চাঞ্চল্যকর সংবাদ, ১১ জনের মধ্যে ৯ জনেরই সন্ধান মিলছে না! গুজরাটের দাহোদ জেলার গ্রামে বাড়ি দোষীদের। কিন্তু এখন ৯ জনের বাড়িতেই তালা ঝুলছে। এমন ঘটনায় নতুন করে দোষারোপ শুরু হয়েছে। তথ্যসূত্র : ইনডিয়ান এক্সপ্রেস
বিলকিস ধর্ষণে দোষীদের ২০২২ সালের ১৫ আগস্ট ৭৬তম স্বাধীনতা দিবসে মুক্তি দিয়েছিল গুজরাট সরকার। মুক্তির পর স্থানীয় বিজেপি নেতৃত্ব ওই ১১ জনকে সংবর্ধনা দিয়েছিল। এমনকি বিতর্কের মাঝে গুজরাট সরকার জানায়, জেলে ১১ জন ধর্ষক ও খুনি 'ভালো আচরণ' করেছে। সেই কারণেই তাদের সাজার মেয়াদ কমানো হয়েছিল। যার বিরুদ্ধে শীর্ষ আদালতের দ্বারস্থ হন বিলকিস। গত সোমবার সুপ্রিম কোর্ট গুজরাট সরকারের ওই নির্দেশ বাতিল বলে ঘোষণা করেছেন। সেই সঙ্গে ওই ১১ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ধর্ষককে আগামী দুই সপ্তাহের মধ্যেই কারাগারে ফেরার নির্দেশও দিয়েছেন ভারতের শীর্ষ আদালত।