'সারোগেসি' নিষিদ্ধ করার ডাক পোপের

প্রকাশ | ১১ জানুয়ারি ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
পোপ ফ্রান্সিস ভ্যাটিকান সিটি থেকে ৪৫ মিনিটের একটি বক্তৃতায় বলেছেন, 'শিশুরা হলো উপহার, যা কখনও ব্যবসায়িক চুক্তি হতে পারে না।' ওই বক্তৃতাতেই এই পদ্ধতিটিকে বিশ্বব্যাপী নিষিদ্ধ করারও ডাক দেন তিনি। 'সারোগেসি'র মাধ্যমে সন্তান ধারণকে বিশ্বব্যাপী নিষিদ্ধ করার ডাক দিলেন পোপ ফ্রান্সিস। সারোগেসি পদ্ধতিকে 'দুঃখজনক' বলেও অভিহিত করেছেন পোপ। ২০১৩ সালে রোমের ক্যাথলিক গির্জার প্রধান হিসেবে অভিষেকের পর থেকে একাধিক বিষয়ে সাবেক ভাবনা-চিন্তা দূরে সরিয়ে রাখার কথাই বলেছেন পোপ। সম্প্রতি 'এলজিবিটিকিউ' সম্প্রদায়ের যুগলের বিয়েতে আশীর্বাদ করতে বাধা নেই বলে যাজকদের উদ্দেশে বার্তা দিয়েছিলেন ফ্রান্সিস। ঠিক তার কয়েক দিন পরই 'সারোগেসি' নিয়ে পোপের এমন মন্তব্য কার্যত 'এলজিবিটিকিউ' সম্প্রদায়ের ওপরই আঘাত হানল বলে মনে করছেন অনেকে।