আগামী ১৩ জানুয়ারি তাইওয়ানে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচন ঘিরে তাইওয়ানের পাশাপাশি আমেরিকা ও চীনেও বিরাজ করছে উত্তেজনা। নির্বাচনের আগে তাইওয়ানে যুদ্ধবিমান, যুদ্ধ জাহাজসহ চীনা বেলুনও মোতায়েন করেছে বেইজিং। কিন্তু এত বাধা সত্ত্বেও বন্ধু আমেরিকাকে পাশে নিয়েই মাঠে নেমেছে তাইওয়ান। তথ্যসূত্র : বিবিসি
তাইওয়ানের নির্বাচন পুরো অঞ্চলজুড়েই উত্তেজনা ছড়াচ্ছে। চীনের সঙ্গে দীর্ঘদিনের বিরোধ তাইওয়ানের। মূলত তাইওয়ানকে চীন নিজেদের অংশ মনে করে। অন্যদিকে, আমেরিকার মিত্র তাইওয়ান। বলা যায়, এই নির্বাচন বিশ্বের অর্থনীতিকেও প্রভাবিত করতে পারে।
তাইওয়ানের বর্তমান প্রেসিডেন্ট ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি- ডিপিপি'র সাই ইং-ওয়েন। টানা দুই মেয়াদে ক্ষমতায় থাকার পর সংবিধান অনুসারে সরে দাঁড়াচ্ছেন সাই ইং-ওয়েন। এখন তার উত্তরসূরি হওয়ার জন্য লড়াই করছেন তিনজন।
এদিকে, গুজবের মাধ্যমে আমেরিকাকে তাইওয়ান থেকে দূর করার চেষ্টা করেছে বেইজিং। সাম্প্রতিক জরিপে দেখা গেছে, গত বছর মাত্র ৩৪ শতাংশ তাইওয়ানের নাগরিক আমেরিকাকে বিশ্বস্ত দেশ মনে করেছে। অথচ ২০২১ সালে ৪৫ শতাংশ মানুষ আমেরিকাকে বিশ্বস্ত দেশ মনে করত।