শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

মিয়ানমারের গ্রামে জান্তার বিমান হামলায় নিহত ১৫

যাযাদি ডেস্ক
  ০৯ জানুয়ারি ২০২৪, ০০:০০
মিয়ানমারের গ্রামে জান্তার বিমান হামলায় নিহত ১৫

মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি গ্রামে জান্তা বাহিনীর বিমান হামলায় শিশুসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। স্থানীয় গণমাধ্যম বলছে, স্থানীয় সময় রোববার সকাল ১০টা ১৫ মিনিটে মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চলের তামু জেলার খাম্পাত টাউনশিপের একটি গ্রামে বিমান হামলার ঘটনা ঘটে। তথ্যসূত্র : এএফপি

তবে নাম প্রকাশে অনিচ্ছুক দুই প্রত্যক্ষদর্শী, যাদের একজন পুরুষ এবং একজন নারী বলেছেন, হামলায় নিহতের সংখ্যা আরও বেশি। তারা বলেন, হামলায় ৮ শিশুসহ মোট ১৯ জন নিহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা বলেন, প্রথম বোমাটি গ্রামের দুটি গির্জা লক্ষ্য করে এবং দ্বিতীয় হামলা হয় যখন লোকজন ভবন থেকে পালিয়ে যায়। তাদের বেশিরভাগই গির্জার এলাকার বাইরে নিহত হয়েছেন, কারণ তারা পালানোর জন্য দৌড়াচ্ছিলেন।

হামলায় নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে, ভিড়ের কারণে পরিস্থিতি আরও মারাত্মক হয়ে উঠেছে।

প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্যমতে, বিমান থেকে মোট ছয়টি বোমা ফেলা হয়েছে। তারা গির্জা লক্ষ্য করে দুটি বোমা হামলা চালায়। কিন্তু গির্জার বাইরে এবং কয়েকটি বাড়িতে বোমা আঘাত হানে। তবে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম রোববার বলছে, বিমান হামলার খবর ভুয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে