২ ডলারের লটারি কিনে ১৬০ কোটি ডলার

প্রকাশ | ০৪ জানুয়ারি ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
যিনি লটারি জেতেন, তাকে স্বভাবতই ভাগ্যবান বলা হয়। তাই বলে ভাগ্য এতটাই সুপ্রসন্ন! যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার এক ব্যক্তি মাত্র ২ মার্কিন ডলারের (২২০ টাকা) টিকিট কিনে জিতে নিয়েছেন ১৬০ কোটি ডলার (১৭ হাজার ৬৯৮ কোটি ৬২ লাখ ৪০ হাজার টাকা)। গত বছরের ৮ আগস্ট এই লটারি ড্র হয়। ২৭ সেপ্টেম্বর সেই লটারির বিজয়ী হিসেবে এক ব্যক্তি নিজেকে দাবি করেন। তবে ফ্লোরিডার নিয়মানুযায়ী, বিজয়ীর নাম ৯০ দিন প্রকাশ করা হয় না। ফ্লোরিডা লটারি কর্তৃপক্ষ সম্প্রতি বিজয়ীর নাম প্রকাশ করেছে। পুরস্কারটি সল্টাইনস হোল্ডিং এলএলসির নামে দাবি করা হয়েছিল। এই লটারির কুপন কেনা হয়েছিল জ্যাকসনভিলের আগে নেপচুন সৈকতের এক মুদি দোকান থেকে। শুধু লটারি বিজয়ী ব্যক্তিই নন, বিক্রেতা মুদি দোকানিও এক লাখ ডলার বোনাস কমিশন পাবেন। লটারির বিজয়ীর খবর নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে ফ্লোরিডা লটারি কর্তৃপক্ষ জানায়, ঐতিহাসিক মুহূর্ত! সল্টাইনস হোল্ডিংস এলএলসি লটারি জিতে ১৬০ কোটি ডলারের মেগা মিলিয়নস জ্যাকপট পেয়ে গেছে। স্বপ্ন দ্রম্নতই সত্যি হচ্ছে।