ভারতে রাতের আঁধারে পুরো পুকুর 'চুরি'!
প্রকাশ | ০২ জানুয়ারি ২০২৪, ০০:০০
যাযাদি ডেস্ক
পথে চলার মাঝে মোবাইল বা মানিব্যাগ চুরি কিংবা বাড়ি ফাঁকা থাকলে টাকা-পয়সা, সোনার গহনা চুরির ঘটনা ঘটে প্রায়ই। কিন্তু পুরো একটি পুকুর 'চুরি' হয়ে যাওয়ার কথা হয়তো কেউ কখনো শোনেনি। তবে এবার এটাই ঘটেছে ভারতে।
রাতারাতি চুরি হয়ে গেছে পুকুর। গোটা পুকুরটাই উধাও হয়ে তার জায়গায় তৈরি হয়ে গেছে কুঁড়েঘর! চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের বিহার রাজ্যের দ্বারভাঙা জেলায়।
এর আগে এই বিহারেই চুরি হয়ে গিয়েছিল ৬০ ফুটের দীর্ঘ সেতু ও ট্রেনের ইঞ্জিন। এবার চুরি হলো পুকুর। গোটা ঘটনায় স্তম্ভিত গ্রামবাসী।
স্থানীয় বাসিন্দাদের দাবি, এই পুকুরটি সরকারের মালিকানাধীন। মাছ ধরাসহ অন্য কর্মকান্ডের জন্য মূলত ব্যবহার করা হতো পুকুরটি। কিন্তু দ্বারভাঙায় জমির দাম বাড়তে শুরু করার পর থেকেই দীর্ঘদিন ধরে ওই পুকুরে নজর ছিল জমি মাফিয়াদের। চলতি সপ্তাহে হঠাৎ একদিন সকালে উঠে তারা দেখতে পান- পুকুরটি আর নেই। পুকুরের বদলে সেখানে এখন সমান মাটির জমি, তার ওপরে রয়েছে একটি কুঁড়েঘরও! রাতারাতি কোথায় গায়েব হয়ে গেল পুকুর? সেখানে কুঁড়েঘরই বা এলো কী করে? তা বুঝতে না পেরে গ্রামবাসী পুলিশে অভিযোগ জানান। যতক্ষণে পুলিশ এসে পৌঁছায়, ততক্ষণে পালিয়ে যায় জমি মাফিয়ারা।
তথ্যসূত্র : এনডিটিভি