শীত মৌসুমের শুরুতেই পাকিস্তানের তিন প্রদেশে ব্যাপক বিদু্যৎ বিভ্রাট দেখা দিয়েছে। ঘন কুয়াশার কারণেই মূলত দেশটির একটি বিদু্যৎকেন্দ্রে প্রযুক্তিগত ত্রম্নটি দেখা দেওয়ার পর বিস্ফোরণের ঘটনা ঘটে এবং এতেই সিন্ধু, পাঞ্জাব ও বেলুচিস্তান প্রদেশে এই বিভ্রাট দেখা দেয়।
গুড্ডু থার্মাল পাওয়ার পস্ন্যান্টের সুইচইয়ার্ডে বিস্ফোরণের পর শনিবার এবং রোববার গভীর রাতে সিন্ধু, পাঞ্জাব ও বেলুচিস্তানজুড়ে বেশ কয়েকটি ছোট ও বড় শহর বিদু্যৎ বিভ্রাটের সম্মুখীন হয়। ওই এলাকায় ঘন কুয়াশার কারণে প্রযুক্তিগত ত্রম্নটির কারণে বিদু্যৎকেন্দ্রের সুইচইয়ার্ডে বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানা গেছে।
পাঞ্জাব ও বেলুচিস্তানের সীমান্তবর্তী সিন্ধুর কাশমোর জেলার গুড্ডু শহরে অবস্থিত এই বিদু্যৎকেন্দ্রটি। গুড্ডু পাওয়ার পস্ন্যান্টের এক কর্মকর্তা বলেন, বিস্ফোরণের পর বিদু্যৎকেন্দ্রে বিশাল আগুন ছড়িয়ে পড়ে এবং এর ফলে সুইচইয়ার্ডের তিনটি ৫০০ কিলোভোল্ট উচ্চ ট্রান্সমিশন লাইন ট্রিপ হয়ে যায়।
বিস্ফোরণ ও এর জেরে হওয়া ঝলকানি অনেক দূর থেকে শোনা ও দেখা গেছে। পরে বিদু্যৎকেন্দ্রটিতে অগ্নিনির্বাপক দল কাজ শুরু করে এবং এক ঘণ্টা পর তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। পরে প্রযুক্তিগত দলগুলো বিদু্যৎ পরিষেবা আবার চালু করতে মেরামতের কাজ শুরু করে। তথ্যসূত্র : ডন