মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১

রাশিয়া কখনো পিছু হটবে না :নতুন বছরের ভাষণে পুতিন

যাযাদি ডেস্ক
  ০২ জানুয়ারি ২০২৪, ০০:০০
রাশিয়া কখনো পিছু হটবে না :নতুন বছরের ভাষণে পুতিন

ইউক্রেনে যুদ্ধসহ বিভিন্ন আন্তর্জাতিক ইসু্যতে বর্তমানে রাশিয়া যে অবস্থান নিয়েছে, তা থেকে পিছু হটার কোনো সম্ভাবনা বা পরিকল্পনা মস্কোর নেই বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভস্নাদিমির পুতিন। দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে দেওয়া এক ভাষণে সামনে এগিয়ে চলার জন্য উৎসাহ-উদ্দীপনাও দিয়েছেন তিনি। তথ্যসূত্র :আনাদলু

৩১ ডিসেম্বর রাতে টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, 'ইতিহাসের বিভিন্ন সময়ে বার বার প্রমাণ করেছি, আমরা সবচেয়ে কঠিন সমস্যাগুলো সমাধান করতে পারি এবং কখনই পিছু হটে যাই না। রাশিয়া কখনো পিছু হটবে না। পৃথিবীতে এমন কোনো শক্তি নেই- যা আমাদের বিভক্ত করতে পারে, আমাদের মন থেকে পূর্বপুরুষদের গৌরবোজ্জ্ব্বল স্মৃতি মুছে ফেলতে পারে এবং আমাদের উন্নয়ন বাধাগ্রস্ত করতে পারে।'

সভ্যতার শুরু থেকে এ যাবৎকাল পর্যন্ত রাশিয়ার যত অর্জন, তার সব কৃতিত্ব দেশটির জনগণের- উলেস্নখ করে বর্ষবরণের ভাষণে পুতিন বলেন, 'রুশ জনগণের এই দৃঢ় সমর্থনের কারণেই আমরা আমাদের জাতীয় স্বার্থ, স্বাধীনতা, নিরাপত্তা এবং আমাদের সমাজ-সংস্কৃতি-মূল্যবোধ রক্ষা করতে পারছি। এই কৃতিত্ব পুরোপুরি রাশিয়ার জনগণের।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে