কৃষ্ণাঙ্গদের বিরুদ্ধে ফের মার্কিন পুলিশের সহিংসতা
প্রকাশ | ০২ জানুয়ারি ২০২৪, ০০:০০
যাযাদি ডেস্ক
আমেরিকার লস অ্যাঞ্জেলেসের পুলিশ শনিবার এক কৃষ্ণাঙ্গ নারীকে গুলি করে হত্যা করেছে। মার্কিন পুলিশ ওই নৃশংস হত্যাকান্ডের ভিডিও প্রকাশ করেছে। ওই ভিডিওতে পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ নারী নিয়ানি ফিনেলসনকে হত্যা করার মুহূর্তটি উঠে এসেছে। তথ্যসূত্র : পার্স টুডে
নিয়ানি ফিনেলসন একটি পারিবারিক সহিংসতার ঘটনায় পুলিশকে ফোন করে সাহায্য চেয়েছিলেন। ভিডিওতে দেখা গেছে, কয়েকজন পুলিশ কর্মকর্তা ওই নারীর বাসায় যান। শুরুতেই পুলিশরা ঘরে ঢুকতে সহিংস ভূমিকায় অবতীর্ণ হয়। ঘরের দরজায় লাথি মারার পর ফিনেলসন দরজা খুলে দিলে পুলিশ সঙ্গে সঙ্গে তাকে লক্ষ্য করে চারটি গুলি ছুড়ে হত্যা করে। এই হত্যার প্রতিবাদে লস অ্যাঞ্জেলসের উত্তরাঞ্চলীয় শহর লাঙ্কেস্টারে ব্যাপক বিক্ষোভ দেখা দেয়।
প্রতি বছর শত শত মানুষ পুলিশের হাতে নিহত হয়। এগুলোর বেশিরভাগ মামলারই বিচারিক রায় দেওয়া হয় না।
কৃষ্ণাঙ্গদের বিরুদ্ধে জাতিগত বৈষম্য এবং সহিংসতা আমেরিকার ইতিহাসের মতোই পুরনো। সবসময়ই মার্কিন সমাজে কৃষ্ণাঙ্গদের বিরুদ্ধে সহিংসতা একটি ঘৃণার বিষয় হিসেবে বিবেচিত হয়ে এসেছে।
২০২০ সালের ২৫ মে আমেরিকার পুলিশ ডেরেক চৌভিন কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডকে হত্যা করে।