শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

করোনার চীনা টিকা নিয়েছেন কিম

যাযাদি ডেস্ক
  ০২ ডিসেম্বর ২০২০, ০০:০০
কিম জং-উন -ফাইল ছবি

চীন মহামারি করোনাভাইরাসের একটি পরীক্ষামূলক ভ্যাকসিন বা টিকা উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং-উন এবং তার পরিবারের সদস্যদের জন্য সরবরাহ করেছে। জাপানের দুটি বেনামি গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে এক মার্কিন বিশ্লেষক এমনটাই দাবি করেছেন।

ওয়াশিংটনভিত্তিক থিঙ্কট্যাংক 'সেন্টার ফর ন্যাশনাল ইন্টারেস্ট'র উত্তর কোরিয়া বিষয়ক বিশেষজ্ঞ হ্যারি কাজিয়ানিস জানান, এরই মধ্যে চীনের পাঠানো ওই ভ্যাকসিন গ্রহণ

করেছেন কিম।

'১৯ ফোর্টিফাইভ' নামের একটি অনলাইন সংবাদমাধ্যমে কাজিয়ানিস লিখেছেন, কিম জং-উন এবং তার পরিবারের সদস্যসহ দেশটির উচ্চপর্যায়ের বহু কর্মকর্তা গত কয়েক সপ্তাহের মধ্যেই করোনাভাইরাসের ভ্যাকসিন গ্রহণ করেছেন। চীনা সরকারের সরবরাহকৃত এই ভ্যাকসিনের জন্য ধন্যবাদ জানিয়েছে উত্তর কোরিয়া।

চীনের তিনটি কোম্পানি করোনার ভ্যাকসিন নিয়ে কাজ করছে। এগুলো হচ্ছে- সিনোভ্যাক বায়োটেক লিমিটেড, ক্যানসিনোবায়ো এবং সিনোফ্রাম গ্রম্নপ।

সম্প্রতি সিনোফ্রাম কোম্পানি দাবি করেছে, তাদের তৈরি করোনার সম্ভাব্য ভ্যাকসিন এরই মধ্যে চীনের প্রায় ১০ লাখ মানুষের ওপর প্রয়োগ করা হয়েছে। তবে এই তিনটি কোম্পানির কেউই এখন পর্যন্ত প্রকাশ্যে তৃতীয় ধাপের ট্রায়ালের ঘোষণা দেয়নি। সংবাদসূত্র : রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে