বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিশেষ মর্যাদা বাতিলের পর প্রথম ভোট কাশ্মীরে

যাযাদি ডেস্ক
  ২৯ নভেম্বর ২০২০, ০০:০০
ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বাতিলের পর এই প্রথম ভোটগ্রহণ হলো জম্মু-কাশ্মীরে। শনিবার উপত্যকায় কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই ভোটারদের লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা যায় -পিটিআই/আউটলুক ইনডিয়া

৩৭০ ধারা বাতিলের মধ্য দিয়ে ভারতের জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেওয়ার পর শনিবার সেখানে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হলো। স্থানীয় সময় শনিবার সকাল ৭টায় অঞ্চলটির ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কাউন্সিলের (ডিডিসি) বা জেলা পরিষদের প্রথম দফার ভোটগ্রহণ শুরু হয়ে চলে দুপুর ২টা পর্যন্ত। সংবাদসূত্র : টাইমস অব ইনডিয়া

ডিডিসির আট দফার নির্বাচনে জম্মু-কাশ্মীরের মোট ২৮০টি আসনে ভোটগ্রহণ হবে। শেষ পর্বের ভোট হবে ১৯ ডিসেম্বর। আর ফল প্রকাশ ২২ ডিসেম্বর। শনিবার প্রথম দফায় মোট ৪৩ আসনে ভোটগ্রহণ হয়। এর মধ্যে ২৫টি কাশ্মীরে এবং ১৮টি জম্মুতে। সাত লাখ ভোটার এই পর্বে ভোট দেওয়ার সুযোগ পান।

৩৭০ ধারা বাতিলের পর এই প্রথম কোনো নির্বাচন হচ্ছে বলে স্বাভাবিকভাবেই উপত্যকায় এদিন কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। এছাড়া মোতায়েন করা হয় অতিরিক্ত ১৪৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সব মিলিয়ে নিরাপত্তায় কোনোরকম ঘাটতি রাখেনি প্রশাসন। নির্বাচনে মূল লড়াই পিডিপি, ন্যাশনাল কনফারেন্সসহ কাশ্মীরের বিভিন্ন ছোট রাজনৈতিক দলের জোটের (গুপকা) বিরুদ্ধে বিজেপির।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে