বিয়ের বয়স বাড়ানোর পরিকল্পনা মোদির

প্রকাশ | ১৮ অক্টোবর ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
মেয়েদের বিয়ের নূ্যনতম বয়স নির্ধারণে ভারতের কেন্দ্রীয় সরকার শিগগিরই নতুন সিদ্ধান্ত ঘোষণা করবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত শুক্রবার এক ভিডিও কনফারেন্সে এ কথা জানান তিনি। সংবাদসূত্র : এবিপি নিউজ মোদি বলেন, 'মেয়েদের বিয়ের বয়স কত হওয়া উচিত, সেটা নিয়ে জরুরি পরামর্শ চলছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সচেতন নারীরা আমাকে চিঠি পাঠিয়েছেন। এ বিষয়ে তারা দ্রম্নত সিদ্ধান্ত নিতে বলেছেন। আমি সবাইকে আশ্বস্ত করতে চাই, প্রতিবেদন আসার সঙ্গে সঙ্গে এ বিষয়ে পদক্ষেপ নেবে সরকার।' ভারতে মেয়েদের বিয়ের নূ্যনতম বয়স প্রথমবার নির্ধারণ হয়েছিল ১৯২৯ সালে সারদা আইনের মাধ্যমে। তখন মেয়েদের বিয়ের নূ্যনতম বয়স ছিল ১৪ এবং ছেলেদের ১৮। ১৯৪০ এবং পরে ১৯৭৮ সালে ওই আইনে পরিবর্তন আনা হয়। ১৯৭৮ সালে বিয়ের নূ্যনতম বয়স মেয়েদের ১৮ এবং ছেলেদের ২১ বছর ঠিক করা হয়। তবে সমালোচকদের অনেকেরই প্রশ্ন, শুধু বিয়ের বয়স বাড়িয়ে কতটা লাভ হবে? ভারতে এখনই ১৮ বছরের নিচে মেয়েদের বিয়ে নিষিদ্ধ হলেও আর্থ-সামাজিক কারণে কম বয়সি অনেকের বিয়ে হচ্ছে নিয়মিত, বিশেষত গ্রামে এবং আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারগুলোতে।