সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ১৮ অক্টোবর ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদি সুগা
বিতর্কিত সমাধিক্ষেত্রে সুগার শ্রদ্ধা যাযাদি ডেস্ক জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদি সুগা বিতর্কিত ইয়াসুকুনি যুদ্ধ সমাধিক্ষেত্রে রীতি অনুযায়ী শনিবার উপহার পাঠিয়েছেন। এই সমাধিক্ষেত্র প্রতিবেশী দেশগুলোর অতীত সামরিকতন্ত্র, বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে তাদের ভূমিকার প্রতীক হিসেবে দেখা হয়ে থাকে। যুদ্ধে নিহত প্রায় ২৫ লাখ লোকের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সুগা, এদের বেশির ভাগই জাপানি, যারা উনিশ শতকের শেষের দিক থেকে দেশের জন্য লড়াই করে প্রাণ দিয়েছেন। তবে এতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক আদালতে যুদ্ধাপরাধী হিসেবে দোষী সাব্যস্ত অভিযুক্ত সিনিয়র সামরিক কর্মকর্তা এবং রাজনৈতিক ব্যক্তিত্বের প্রতিও শ্রদ্ধা জানানো হয়েছে। সমাধিসৌধের এক মুখপাত্র জানান, প্রধানমন্ত্রী বার্ষিক শারদ উৎসবের শুরুতে তার নামে একটি পবিত্র 'মাসাকাকি' গাছ পাঠিয়েছেন। সংবাদসূত্র :এএফপি কাতার অবরোধ তুলে নিতে চায় সৌদি যাযাদি ডেস্ক তিন বছর আগে সৌদি আরবসহ চারটি আরব রাষ্ট্র উপসাগরীয় প্রতিবেশী কাতারের ওপর যে সর্বাত্মক অবরোধ আরোপ করেছিল, শুক্রবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওয়ের সঙ্গে বৈঠকের পর সেই অবরোধ তুলে নেওয়ার ইঙ্গিত দিয়েছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী যুবরাজ ফয়সাল বিন ফারহান। সংবাদসূত্র : আল-জাজিরা কলকাতায় বহুতল ভবনে ভয়াবহ আগুন, নিহত ২ যাযাদি ডেস্ক কলকাতায় একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় অন্তত দুইজন নিহত হয়েছেন। ছাদ থেকে লাফ দিয়ে আহত হয়েছে আরও এক কিশোর। স্থানীয় সময় শুক্রবার রাত ১১টায় গণেশচন্দ্র অ্যাভিনিউর একটি আটতলা বাড়িতে আগুন লাগে। দ্রম্নতই বেশ কয়েকটি তলায় সেই আগুন ছড়িয়ে পড়ে। এ সময় আতঙ্কে চিৎকার করতে থাকেন বাসিন্দারা। প্রাথমিকভাবে ভবনের বাসিন্দা ও স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। এ সময় প্রাণভয়ে ভবন থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন অনেকে। সংবাদসূত্র :দ্য ওয়াল